ড্র দিয়েই শেষ হলো ঢাকা ডার্বি। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। বাংলাদেশের প্রিমিয়ার লিগের ১৭ তম রাউন্ডে খেলা এই ম্যাচ দিয়েই শেষ হয়।

ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা শুরুর ৩ মিনিটেই মোহামেডানের রক্ষণে প্রথম হানা দেয় আবাহনী। আবাহনীর সানডে চিজোবার নেওয়া শট হাতে লুফে নেন গোলরক্ষক। ১৬ মিনিটে আবারো সুযোগ পায় আকাশী-নীলরা। মোহামেডানের গোল এরিয়াতে জটলা তৈরী হলেও বিপদ ঘটে নিই।

স্রোতের বিপরীতে ম্যাচের ২৭ মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে মোহামেডানকে লিড এনে দেন ইয়াসান আওয়াচিং। ৫ মিনিটে ব্যবধানে ম্যাচের সমতা ফেরার সুযোগ পায় আবাহনী। মোহামেডান গোলরক্ষক সুজন হোসেনে ভুলে গোল করার সুযোগ থাকলেও তা জালের ঠিকানায় পৌঁছাতে পারেনি তারা। তবে প্রথমার্ধের শেষলগ্নে ৪১ মিনিটে সময় আবহনী সমতায় ফেরায় আবাহনীর ফরোয়ার্ড বেলফোর্ট।

দ্বিতীয়ার্ধে আবাহনী নিজের আক্রমণের ধার বজায় রাখলেও, ক্ষিপ্রতা হারায় মোহামেডান। দ্বিতীয়ার্ধের শুরুতে কর্ণার থেকে মামুনুলের শট গোলের পথেই যাচ্ছিলো, কিন্তু পিছের বারে লেগে বল ফিরে আসে। শেষ পর্যন্ত দর্শকশূণ্য ম্যাচটি ড্র হয় ১-১ গোলে।

এই ড্রয়ে ১৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লীগের পয়েন্ট টেবিলের ৪র্থ স্থান আছে মোহামেডান। অন্যদিকে ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ২য় স্থানে আকাশী-হলুদরা। পয়েন্ট টেবিলের শীর্ষ দল বসুন্ধরা কিংসের সাথে আবাহনীর পয়েন্ট পার্থক্য দাঁড়ালো ১৩ তে।

Previous articleজৌলুশ হারানো ঢাকা ডার্বি আজ!
Next articleনারী লিগে কিংসের বড় জয়; আজও আসেনি কাঁচিঝুলি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here