ঢাকার পথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের হেড অফ মিডিয়া আহসান আহম্মদ অমিতের মরদেহ। বেনাপোল থেকে অমিতের মরদেহ নিয়ে আসছেন বাফুফের গ্রাসরুট ম্যানেজার হাসান মাহমুদ এবং বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার হাসান মুনীর।
আজ(রবিবার) অমিতের দেহ বিমানে করে দিল্লী থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছায়। এরপর কলকাতা থেকে সড়কপথে বেনাপোল আসে। অন্যদিকে গতকাল(শনিবার) রাত থেকে অমিতের মরদেহ গ্রহণ করার জন্যে অপেক্ষা করে ছিলেন হাসান মাহমুদ এবং খন্দকার হাসান মুনীর। তারা আজ বিকাল ৩ টায় সীমান্তের সকল আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করে ঢাকা উদ্দেশ্যে রওয়ানা হোন তারা।
সড়কপথে ঢাকা পৌঁছানোর পর আগামীকাল (সোমবার) অমিতের দুইটি জানাজা অনুষ্ঠিত হবে। প্রথমটি অনুষ্ঠিত হবে অমিতের নিজ এলাকা গোপীবাগে৷ পরবর্তী জানাজা হবে সকাল এগারোটায় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এরপর চিরনিদ্রায় শায়িত হবেন অমিত।
কিডনি জটিলতায় গত তিনমাসের বেশী সময় ধরে ভারতে চিকিৎসাধীন ছিলেন অমিত। কিডনি প্রতিস্থাপনের ফলে কিছুটা সুস্থতার দিকে ছিলেন। কিন্তু তার ভাইয়ের মুমূর্ষু অবস্থার কথা শুনে তিনি স্ট্রোক করেন। এরপরই তার মৃত্যু ঘটে।