করোনা মহামরীতে দেশে সর্বত্র কঠোর লকডাউন চলছে। কিন্তু লকডাউনের মাঝেও ঘরোয়া ফুটবল চালু রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সে অনুযায়ী ১ জুলাই মাঠে গড়ায় লিগের খেলাও। কিন্তু বাঁধা হয়ে দাড়ায় ‘অতিবৃষ্টি’। মাঠের অবস্থা ও আবহাওয়া বিবেচনায় নিয়ে খেলা স্থগিত করতে বাধ্য হয় বাফুফে। তবে আগামীকাল আবার মাঠে ফিরছে বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগ।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ৮ জুলাই (আগামীকাল) বিসিএল এর ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ওয়ান্ডার্স ক্লাব ও কাওরান বাজার প্রগতি সংঘ। ১৯ তম রাউন্ডের এই শেষ খেলাটি শুরু হবে বিকেল ৪.১৫ মিনিটে। নতুন ফিক্সচার অনুযায়ী ১৮ জুলাই শেষ হবে বিসিএল এর খেলা।

তবে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ লীগ বাংলাদেশ প্রিমিয়ার লীগ নিয়ে এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। কিন্তু দ্রুতই বিপিএল এর খেলাও শুরু করতে চায় ফেডারেশন। ক্রীড়া মন্ত্রণালয়ের বেঁধে দেয়া ৫ আগস্টের সময়সীমা মাথায় রেখে খেলা শেষ করতে সবধরণের পদক্ষেপ নিবে বাফুফে এমনটাই জানা গিয়েছে। ৫ আগস্টের পর শুরু হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ।

Previous articleসিলেটকে ভেন্যু করে কিংসের এএফসি কাপ আয়োজনের আবেদন!
Next articleলকডাউনের পর একসাথেই শুরু হবে বিপিএল ও বিসিএল!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here