বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগের ২০ তম রাউন্ডের খেলায় জয় পেয়েছে উত্তরা এফসি । কাওরান বাজারকে ১-০ গোলে হারিয়েছে তারা। অপর দিকে ওয়ারী ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্স ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিলো উত্তরা এফসি ও কাওরান বাজার প্রগতি সংঘ। ১১ মিনিটের সময় ম্যাচের এক মাত্র গোলটি করেন মাসুদ।
ম্যাচের ৩৯ মিনিটে উত্তরার মাসুদ ও কাওরান বাজারের জাহিদ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বাকি সময় আর গোল না হলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে উত্তরা এফসি।
এই জয়ের ফলে ২০ খেলায় ২৪ পয়েন্ট উত্তরার। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট কাওরান বাজারের।
অপর দিকে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়ে ছিলো ওয়ারী ক্লাব ও ওয়ান্ডারার্স।ম্যাচের প্রথম অর্ধের অতিরিক্ত সময়ে ওয়ান্ডারার্স কে এগিয়ে দেন সাকিব। ০-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় তারা।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৩ মিনিটে সমরিদ্ধর গোলে সমতায় ফেরে ওয়ারী। ম্যাচে আর গোল না হলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি।
এ ড্রয়ের ফলে ২০ ম্যাচ শেষে ওয়ারীর পয়েন্ট ২২ সমান ম্যাচে ওয়ান্ডারার্সের পয়েন্ট ২৪।