নতুন উদ্যমে ঘুরে দাড়ানোর প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। খেলার মাঠে অনেকটাই নিজেদের ফিরে পেলেও বাঁধা থাকছেই তাদের। কিছুদিন আগেই করোনার ধকল গেছে দলের খেলোয়াড়দের উপর। কোচসহ দলের মোট ১৭ জন করোনায় আক্রান্ত হন। করোনা ধকল সামলে উঠতেই এবার ইঞ্জুরির ধাক্কা। অনুশীলনের সময় পায়ে চোট পান গত দুই মৌসুম ধরে দলের অধিনায়কত্ব করে জাপানি মিডফিল্ডার উরু নাগাতা।
ইনজুরিতে এই মৌসুমে আর খেলা হচ্ছে না এই জাপানিজ মিডফিল্ডারের। লিগামেন্টের আঘাত পেয়ে ইতিমধ্যেই জাপানে ফিরে গেছেন এই খেলোয়াড়। এতে করে বাংলাদেশ প্রিমিয়ার লীগসহ মৌসুমের বাকি ম্যাচগুলোতে মোহামেডান স্কোয়াডে থাকছেন মাত্র ৩ জন বিদেশী ফুটবলার।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন সংলগ্ন এস্ট্রো টার্ফে অনুশীলন করার সময় আঘাত পান উরু। অবস্থা এতটাই খারাপ যে অপারেশন ছাড়া উপায় নেই। লিগামেন্টে অস্ত্রোপ্রচার করতে হবে এই জাপানি ফুটবলারের। ইতিমধ্যে ক্লাব তার সাথে চুক্তি শেষ করে ছেড়ে দিয়েছে এবং সে জাপান চলে গিয়েছে।
প্রিমিয়ার লিগে ১৭ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে মোহামেডান চতুর্থ স্থানে রয়েছে।