বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ যেন বিস্ময়ের দিন। ১৭ ম্যাচ অপরাজিত থাকা বসুন্ধরা কিংসের প্রথম হারের দিনে ম্যাচ হেরেছে লিগ শিরোপা জয়ে তাদের অন্যতম প্রতিপক্ষ ঢাকা আবাহনীও। তবে আবাহনীর হারটাই বেশি অপ্রত্যাশিত ছিলো। অবনমন বাঁচানোর লড়াইয়ে থাকা মুক্তিযোদ্ধা সংসদ কেসির কাছে হেরেছে তারা। তাও আবার হজম করেছে এক হালি গোল!
ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচে ১৭ মিনিটে ইব্রাহিম ডিকোর গোলে লিড নেয় মুক্তিযোদ্ধা। খেলার ৪৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করে বাল্লো ফামুসা। তবে বিরতিতে যাওয়ার আগেই আবাহনীর পক্ষে সানডে পেনাল্টি থেকে একটি গোল শোধ দেন।
বিরতি থেকে ফিরে ৬৩ মিনিটে মুক্তিযোদ্ধার পক্ষে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন বাল্লো। ৮৪ মিনিটে সরোয়ার জামান নিপু আবাহনীর জালে দলের পক্ষে গোলের হালি পূরণ করেন। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে বদলি নামা শীতল আবাহনীর পক্ষে আরেকটি গোল শোধ দিলেও হার এড়াতে পারেনি। এতে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মুক্তিযোদ্ধা সংসদ কেসি।
এ জয়ে ১৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম স্থানে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। আবাহনীর ১৮ ম্যাচে পয়েন্ট ৩৬ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।