অবশেষে মালদ্বীপেই অনুষ্ঠিত হবে এএফসি কাপের ডি গ্রুপের খেলা। যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বসুন্ধরা কিংস।
এএফসি কাপের খেলা সিলেটে আয়োজনের ব্যাপারে আগ্রহী ছিলো বসুন্ধরা কিংস। সে অনুযায়ী জরুরী কাগজপত্র বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে এএফসিকে পাঠায় তারা। তবে সরকারি অনুমতি পত্রের একটি কাগজ যেতে দেরী হয় বলে জানা যায়। তবে এএফসি সবকিছু বিবেচনা করে আবারো মালদ্বীপকেই ডি গ্রুপে খেলা পরিচালনার জন্য কেন্দ্রীয় ভেন্যু হিসেবে বেছে নিয়েছে।
আগামী ১৫ আগস্ট ভারতে বেঙ্গালুরু এফসি ও মালদ্বীপের ক্লাব ঈগল প্লে অফে মুখোমুখি হবে। এই ম্যাচের বিজয়ী দল যোগ দিবে ডি গ্রুপের অন্য তিন দল বসুন্ধরা কিংস, এটিকে মোহন বাগান ও মাজিয়া স্পোর্টসের সাথে। গ্রুপ পর্বের খেলাগুলো আগামী ১৮, ২১ ও ২৪ আগস্ট মালদ্বীপে অনুষ্ঠিত হবে।