লকডাউনের মধ্যেও খেলায় অংশ নিতে মাঠের পৌঁছায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের আজকের ম্যাচ দুটিতে অংশগ্রহনকারী দলগুলো। কিন্তু গিয়ে দেখতে পায় স্টেডিয়ামের গেইটই খুলে নি। কারণ বার বার স্থগিত হতে থাকা লিগ নতুন সূচীতে ম্যাচ শুরুর ২ ঘন্টা আগে আবারো স্থগিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এতে অসন্তুষ্ট খেলোয়াড়রা।
কয়েকদফা স্থগিত হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ আজ থেকে ২০ তম রাউন্ডের খেলা দিয়ে শুরু হওয়ার কথা ছিলো। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে উত্তর বারিধারা ক্লাব মুখোমুখি হওয়ার কথা চট্টগ্রাম আবাহনীর। অন্যদিকে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির মধ্যকার খেলাটি হওয়ার থাকলেও শেষ মুহূর্তে এটি বাতিল হওয়ায় অসন্তুষ্ট খেলোয়াড়রা। রহমতগঞ্জ এমএফএস এর মিডফিল্ডার শাহেদ অফসাইডকে জানান, ‘বুঝতেই পারছি না এটি নিয়ে কাকে দোষারোপ করবো। আমাদের যেন পুতুল নাচ নাচানো হচ্ছে।’
ক্লাবগুলোতে খেলতে আসা বিদেশীরা এতে নিজেদের ধৈর্য হারাচ্ছেন। লিগ বন্ধের আবেদন জানিয়ে উত্তর বারিধারার মিডফিল্ডার কচনেভ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘বাফুফে দয়া করে লিগটা বন্ধ করে দিন, অনেক সার্কাস হয়েছে। আপনারা কিভাবে ম্যাচ শুরু মাত্র দুইঘন্টা আগে আবারো লিগ স্থগিত করতে পারেন?’
চট্টগ্রাম আবাহনীর ফরোয়ার্ড নিক্সন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘এটি একটি সার্কাসের মতো লাগছে, পুরো খেলাটিই। এই লিগে সম্মানের (ক্লাব ও খেলোয়াড়দের) অভাব রয়েছে।’
এই নিয়ে কয়েক দফা লিগের সূচী দিয়েও পিছিয়ে দেয় বাফুফে। তবে এইবার একেবারে শেষ মুহূর্তের এই ঘটনায় ক্লাব, খেলোয়াড়দের পাশাপাশি সমর্থকরাও ক্ষিপ্ত। সঠিক সময়ে এবারের খেলা শেষ না হলে পরবর্তী মৌসুমের খেলাও পিছিয়ে যাবে এতে কোন সন্দেহ নেই। যার প্রভাব পড়বে জাতীয় দলের খেলাও।