করোনা মহামারী ও স্পন্সর সংকটে বাংলাদেশে সাফ চ্যাম্পিয়নশীপের আসর বসছে না। সর্বশেষ সাফের এক অনলাইন মিটিংয়ে ভারত, নেপাল ও মালদ্বীপ সাফ আয়োজনে আগ্রহ প্রকাশ করে। এরপরই দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্ট আয়োজনে এক ধাপ এগিয়ে গিয়েছে অল নেপাল ফুটবল এসোসিয়েশন (আনফা)।
প্রায় ১০ কোটি নেপালি রুপির বিনিময়ে টুর্নামেন্টটি আগামী অক্টোবরে ঘরের মাঠে আয়োজন করতে চায় নেপাল। গতকাল (শুক্রবার) নেপাল সরকার ৫ কোটি নেপালির রুপির একটি আশ্বাস দিয়েছে এসোসিয়েশনকে। তাই নেপাল পূর্ণাঙ্গ পরিকল্পনা সাফকে প্রেরণ করবে। বাকি অর্থের জন্য স্পন্সর প্রতিষ্ঠান খুঁজবে তারা।
এদিকে প্রথমবারের মতো সাফ জয়ে লক্ষ্য স্থির করা নেপাল প্রস্তুতি ম্যাচও খেলতে চায়। সম্ভাব্য প্রতিপক্ষের তালিকায় আছে বাংলাদেশেরও নাম।