এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বের গ্রুপ ‘জি‘ এর ভেন্যু হিসেবে উজবেকিস্তানকে ঠিক করছে এশিয়ান ফুটবল কনফেডারেশন(এএফসি)।

উক্ত টুর্নামেন্টে গ্রুপ ‘জি’ ম্যাচগুলোর স্বাগতিক দেশ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলো বাংলাদেশ। কিন্তু করোনার জন্যে তা আর হয়ে উঠেনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও করোনার জন্যে ঝুঁকি নিতে চায় নিই। তাই নিরপেক্ষ ভেন্যুতেই হবে গ্রুপ ‘জি‘ এর বাছাইপর্বের ম্যাচ। গ্রুপ ‘জি’ এর অন্য দুই দল হলো জর্ডান ও ইরান।

বাফুফের নারী কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘এএফসি নিরপেক্ষ ভেন্যু হিসেবে উজবেকিস্তানকে বেছে নিয়েছে। ফলে আমাদেরকে উজবেকিস্তান গিয়ে বাছাইপর্ব খেলতে হবে।’

বাছাইপর্বের ম্যাচগুলো আগামী ১৩ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। গ্রুপের চ্যাম্পিয়ন দল আগামী বছর ভারতে অনুষ্ঠিত মূল পর্বে খেলার সুযোগ পাবে।

বর্তমানে বাফুফে ভবনপ আবাসিক ক্যাম্পে রয়েছে নারী দলের ফুটবলাররা। উজবেকিস্তান যাওয়ার পূর্বে তাদের দুটি প্রস্তুতি ম্যাচ খেলানোর পরিকল্পনা করছে ফেডারেশন। প্রস্তুতি ম্যাচের জন্যে ইতিমধ্যেই নেপাল সম্মতিও জানিয়েছে। তবে সময় এখনও ঠিক হয়নি।

Previous articleকরোনায় মারা গেলেন সাবেক ফুটবলার কল্লোল
Next articleড্র মুক্তিযোদ্ধা-বারিধারা ম্যাচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here