বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে অবনমন নিশ্চিত হলো ঐতিহ্যবাহী ব্রাদার্স ইউনিয়নের। ২১ ম্যাচে মাত্র ৬ পয়েন্ট পাওয়া ব্রাদার্স টেবিলের ১২ তম স্থানে রয়েছে। করোনার অজুহাতে অবনমন বাতিল না হলে বাইলজ অনুযায়ী আগামী মৌসুমে দেশের সর্বোচ্চ লিগে দেখা যাবে না গোপিবাগের দলটিকে।
আজ ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ কেসির মুখোমুখি হয় ব্রাদার্স ইউনিয়ন। ম্যাচটিতে ব্রাদার্সে ৪-০ গোলে পরাজিত হয়। মুক্তিযোদ্ধার পক্ষে ৪ মিনিটে ইব্রাহিম, ২১ মিনিটে কামারা, ৫০ মিনিটে শাকিল ও ৭৮ মিনিটে কাতো একটি করে গোল করেন।
চলমান লিগে ২১ ম্যাচের মধ্যে ১৭ টিতেই পরাজিত হয়েছে ক্লাবটি। মৌসুমের শুরুতে দলবদল করতেও দেরী করে তারা। ঐতিহ্যের খাতিরে সেইবার রক্ষা পেয়ে যান, নাহয় খেলায় অংশগ্রহনই ছিলো অনিশ্চিত। এছাড়া আর্থিক সমস্যা ক্লাবটির আছেই।