জয় দিয়েই এএফসি কাপ ২০২১ এর যাত্রা শুরু করেছে বসুন্ধরা কিংস। স্বাগতিক ক্লাব মাজিয়া’কে ০-২ গোলে পরাজিত করেছে অস্কার ব্রুজনের শিষ্যরা।

মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে ম্যাচে শুরুতে অবশ্য নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরাই। বাংলাদেশ চ্যাম্পিয়নরা প্রথমবারের মতো বিদেশের মাটিতে খেলতে গিয়ে যেন কিছুটা স্নায়ু চাপেই ভুগছিলো। তবে আস্তে আস্তে নিজেদের চেনা রূপে ফিরতে শুরু করে রবসন-জনাথনরা। এর মাঝেই মালদ্বীপ কিছু চেষ্টা চালালেও তাতে সফল হয় নি।

ম্যাচে ২৫ মিনিটে কিছুটা স্রোতের বিপরীতেই এগিয়ে যায় বসুন্ধরা কিংস। মালদ্বীপের ডিফেন্সে রাউল ব্যাসেরার প্রেসিংয়ে চাপে পড়েই গোলরক্ষকে দিয়ে চিপ করে বল নিয়ন্ত্রণে আনতে চান মাজিয়ার অধিনায়ক ইরুফান। কিন্তু দলের গোলরক্ষক পোস্ট থেকে অনেকটা এগিয়ে থাকায় তার মাথার দিয়ে বল গিয়ে জালে জড়িয়ে যায়।

১-০ গোলের লিড পেয়েই খোলস ছেড়ে বের হয় কিংস। একের একের আক্রমনে কোণঠাসা করে ফেলে মাজিয়ার ডিফেন্ডারদের। ম্যাচের ৪০ মিনিটে বল নিয়ন্ত্রণে নিয়ে বক্সের ভিতর ডান পায়ের জোড়ালো শটে গোল করে কিংসের পক্ষে ব্যবধান দ্বিগুন করে দেন রবসন রবিনহো। প্রথমার্ধে আরো দুই গোল করতে পারতো কিংস। কিন্তু ব্যাসেরা ও জনাথনের দুটে শট পোস্টের কিছুটা বাইরে দিয়ে চলে যায়। এতে ০-২ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অস্কার ব্রুজনের শিষ্যরা।

বিরতির পর প্রতি আক্রমণ নীতিতে নিজেদের এগিয়ে নেয় বসুন্ধরা। বলের নিয়ন্ত্রণ মাজিয়ার খেলোয়াড়দের কাছে থাকলেও হঠাৎ করেই প্রতি আক্রমনে নিজেদের গোলের সুযোগ তৈরি করে কিংস। তবে কয়েক দফা ভালো সুযোগ পেয়েও গোলের ঠিকানা খুঁজে পায়নি তারা। এতে ০-২ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস।

এই জয়ে যৌথভাবে গ্রুপ ডি এর শীর্ষে অবস্থান করছে বসুন্ধরা কিংস। দিনের প্রথম ম্যাচের এটিকে মোহন বাগান একই ব্যবধানে ব্যাঙ্গালুরু এফসি’কে পরাজিত করে কিংসের সঙ্গী হয়ে যায়ে পয়েন্ট টেবিলে।

Previous articleএএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বের সূচি চূড়ান্ত
Next articleমুক্তিযোদ্ধার পাশে আবারো ইউসোকে কাতো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here