আগামী ১ থেকে ১৩ অক্টোবর সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২১ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সূচীতে কিছু পরিবর্তন এনেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। পূর্ব প্রকাশিত সূচি অনুযায়ী টুর্নামেন্টটি শুরু হলেও শেষ হবে ১৬ অক্টোবর।
মূলত ফিফা র্যাঙ্কিংয়ে যেন এই প্রতিযোগিতার প্রভাব পড়ে, তাই সূচিতে পরিবর্তন আনা হয়েছে জানা গিয়েছে। এর জন্য নতুন সূচীতে প্রতিটি ম্যাচের পূর্বে ৪৮ ঘণ্টা বিরতি দেয়া হয়েছে। সাফের ম্যাচগুলো যাতে ফিফা টায়ার ওয়ানের মর্যাদা পায় এবং এতে র্যাঙ্কিংয়ে প্রভাব ফেলে তাই প্রতিটি ম্যাচের আগে কমপক্ষে ৪৮ ঘণ্টা বিরতি থাকতে হবে। সেভাবেই নতুন সূচি করা হয়েছে। অংশগ্রহণকারী সকল দলেরই এতে সম্মতি রয়েছে।
আয়োজক মালদ্বীপের মালের জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের সবকয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। নতুন সূচীতে ১ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কার। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। এরপর ৪ অক্টোবর বাংলাদেশ খেলবে ফেবারিট ভারতের বিপক্ষে বিকাল ৫ টায়। স্বাগতিক মালদ্বীপে মুখোমুখি হবে ৭ অক্টোবর রাত ১০টায়। নিজেদের লিগ পর্বের শেষ ম্যাচে ১৩ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, ম্যাচটি হবে বিকাল ৫ টায়।