আগামী ৩-৯ সেপ্টেম্বর কিরগিজস্তানে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় ফুটবল সিরিজ এবং কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের সাথে একটি প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যের বাংলাদেশ জাতীয় ফুটবল দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দলে অনেকটা চমকের সাথেই অন্তর্ভুক্ত হয়েছেন দুই প্রবাসী ফুটবলার কানাডা প্রবাসী রাহবার ওয়াহেদ খান এবং ফ্রান্স প্রবাসী নায়েব মো. তাহমিদুল ইসলাম। প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ডাক পেয়ে খুবই উচ্ছ্বসিত এই দুই প্রবাসী ফুটবলার।
প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে খুবই আনন্দিত কানাডা প্রবাসী রাহবার ওয়াহেদ খান এক ভিডিও বার্তায় জানান, ‘এটা আমার জন্য প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পাওয়া। আমি খুব উচ্ছ্বসিত এবং সম্মানিত বোধ করছি। আমার লক্ষ্য প্রথম একাদশে সুযোগ করে নেওয়া এবং গোল করে দলকে সাহায্য করা। আমাদের কোচ জেমি এবং অন্যান্য খেলোয়াড়রা সবাই খুব ভালো। সবার সাথে দেখা করার জন্য আমি মুখিয়ে আছি।’
এদিকে জাতীয় দলে ডাক পাওয়া আরেক ফুটবলার ফ্রান্স প্রবাসী নায়েব মো. তাহমিদুল ইসলাম তার প্রতিক্রিয়ায় জানান, ‘প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। আমি আমার কোচ জেমি ডে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ জানাতে চাই। দেশবাসীর কাছে দোয়া চাই যাতে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারি এবং বাংলাদেশ ফুটবলকে পরবর্তী ধাপে নিয়ে যেতে পারি।’
ইতিমধ্যে প্রবাস থেকে এসে জামাল ভূঁইয়া ও তারিক কাজী মূল দলে জায়গা করে নিয়েছে। নতুন স্কোয়াডে আসা দুই প্রবাসীও এই বিষয়ে আশাবাদী। তবে কোচ জেমি ডে মূলত তাদের পরখ করতেই ডেকেছেন। অনুশীলনে পর্যাপ্ত ভালো করলে তবেই সুযোগ হবে মূল দলে জায়গা করে নেয়ার।