বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২১ এর ২৬তম রাউন্ডের ম্যাচে পুলিশ এফসির বিরুদ্ধে ১-০ গোলের জয় পেয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র।

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্রের হয়ে ৭১তম মিনিটে একমাত্র গোলটি করেন মিডফিল্ডার খালেকুজ্জামান সবুজ। এর আগে প্রথমার্ধ ছিলো গোলশূন্য ড্র। তবে পুলিশ এফসির তুলনায় আক্রমনে কিছুটা এগিয়ে ছিলো সাইফুল বারী টিটুর শিষ্যরা।

ম্যাচের ২০ মিনিটে শেখ রাসেলের নাইজেরিয়ান মিডফিল্ডার অবি মনেকের হেড বার ঘেঁষে চলে যায়। এরপর ৩৯ মিনিটে অবি মনেকের আরো একটি শট দারুন সেভ করে শেখ রাসেলকে গোল বঞ্চিত করেন পুলিশ গোলরক্ষক মোহাম্মদ নেহাল। গোলশূন্য অবস্থায়ই বিরতিতে যায় দুই দল।

বিরতিতে থেকে ফিরেই পেনাল্টি পায় শেখ রাসেল। তবে কিরগিজ মিডফিল্ডার বখতিয়ারের শট ঠেকিয়ে দেন পুলিশ এফসির গোলরক্ষক মোহাম্মদ নেহাল। এরপর ম্যাচের ৭১তম মিনিটে গোলের দারুন সুযোগ তৈরি করেও গোল করতে ব্যার্থ হন পুলিশ এফসির তরুণ ফরোয়ার্ড মোহাম্মদ জুয়েল।

এর পরপরই কাউন্টার অ্যাটাক থেকে গোল করে দলকে এগিয়ে নেন খালেকুজ্জামান সবুজ। বক্সের বাইরে থেকে ডান পায়ের বাকানো শটে বল জালে জড়ান এই মিডফিল্ডার। বাকি সময়ে চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ পুলিশ এফসি। আর শেখ রাসেল ক্রীড়া চক্রও পারেনি ব্যাবধান বাড়াতে।

শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সাইফুল বারী টিটুর শেখ রাসেল ক্রীড়া চক্র।

Previous articleকিংস,রহমতগঞ্জ,শেখ জামাল ও ব্রাদার্সকে বড় অংকের জরিমানা
Next articleজয় দিয়ে লীগ শেষ করলো রহমতগঞ্জ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here