টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২৬তম রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অবনমন নিশ্চিত হয়ে যাওয়া আরামবাগ ক্রীড়া সংঘকে ৩-০ গোল হারিয়েছে গোলাম জিলানীর দল।

প্রথমার্ধেই ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় রহমতগঞ্জ। ১৫ মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ফেলিক্স অডিলি। এরপর ২৯ মিনিটে অনিক গোল করলে ২-০ তে এগিয়ে যায় পুরান ঢাকার ক্লাবটি।

বিরতিতে থেকে ফিরে ২ দলেরই খেলার গতি কিছুটা মন্থর হয়ে আসে।অবশ্য কর্দমাক্ত, পিচ্ছিল মাঠে গতিশীল ফুটবল খেলার কথাও না। তবে ম্যাচের ৭৩তম মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড ফেলিক্স অডিলি নিজের ২য় এবং দলের ৩য় গোলটি করেন।

এরপর আর চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি এর মধ্যেই প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে চ্যাম্পিয়নশিপ লিগে নেমে যাওয়া আরামবাগ ক্রীড়া সংঘ। ফলে ৩-০ গোলের জয় নিয়ে ৮ম স্থানে থেকে এবারের প্রিমিয়ার লিগে নিজেদের অভিযান শেষ করলো রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।

Previous articleসবুজের গোলে শেখ রাসেলের জয়
Next articleশেষ ম্যাচে জয় দিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করলো শেখ জামাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here