টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয় দিয়েই নিজেদের অভিযান শেষ করলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-০ গোল হারিয়েছে ধানমন্ডির দলটি।এর ফলে লীগ রানার্সআপ হয়ে তাদের অভিযান শেষ করলো তারা।
দলের পক্ষে ২টি গোলই করছেন গাম্বিয়ান মিডফিল্ডার ও দলের অধিনায়ক সলোমন কিং। তবে ম্যাচের শেষ দিকে এসে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন শেখ জামালের উজবেক মিডফিল্ডার ওতাবেক। তবে কিছু সময়ের জন্য শেখ জামালকে ১০ জনের পেয়েও গোলের ব্যবধান কমাতে পারেনি সাদা-কালোরা।
এই জয়ে ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে এবারের লিগ শেষ করলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। অর্থাৎ এবারের লিগে রানার্স আপ হয়ে পরবর্তী মৌসুমের এএফসি কাপের প্লে-অফে নিজেদের জায়গা নিশ্চিত করলো ধানমন্ডির ক্লাবটি।