মাঠে গড়াচ্ছে জেএফএ কাপ অনুর্ধ্ব-১৪ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ। ১ সেপ্টেম্বর থেকে আসর বসবে এই টুর্ণামেন্টের। বাছাইপর্ব আগেই সম্পন্ন হলেও করোনার জন্য থেমে ছিলো মূল পর্ব।
গত শনিবার বাফুফে ভবনে জেএফএ কাপের মূল পর্বে উপলক্ষে এক সংবাদ সম্মেলনে টুর্ণামেন্টের বিস্তারিত তুলে ধরেন বাফুফের নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। সভায় আরো উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম সোহাগ,সদস্য আমের খান৷ এবং টুর্ণামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন।
টুর্নামেন্টের মূল পর্বে দুই গ্রুপে রয়েছে মোট আট দল। গ্রুপ ‘এ’-তে আছে ময়মনসিংহ,ব্রাহ্মণবাড়িয়া,কক্সবাজার ও পঞ্চগড়। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে লড়াই করবে খুলনা,রাজশাহী,ফরিদপুর ও মাগুরা। গ্রুপ পর্বের ম্যাচ লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতি গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল সেমিফাইনাল নিশ্চিত করবে। এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর।