হার দিয়ে থ্রি নেশন্স কাপে নিজেদের যাত্রা শুরু করলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কিরগিজস্তানের রাজধানী বিশকেকের দোলন অমুরজাকোভ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শক্তিশালী ফিলিস্তিনের কাছে ২-০ গোল হেরেছে জামাল ভুঁইয়ার দল।

ম্যাচের ৩৪তম মিনিটে ফরোয়ার্ড খারোওভের গোল এগিয়ে যায় ফিলিস্তিনিরা। প্রথমার্ধে বল পজেশনে মোটামুটি ভাবে পাল্লা দিলেও বলার মতো কোনো আক্রমন করতে পারেনি জেমি ডে’র শিষ্যরা। ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় ফিলিস্তিন।

বিরতির পর কিছু বুঝে উঠার আগেই ৪৭তম মিনিটে বাংলাদেশের জাল কাপান ইয়াসির। এই ফরোয়ার্ডের গোলে ২-০ তে এগিয়ে যায় ফিলিস্তিন।এরপর আর চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। বারবার যেনো প্রতিপক্ষের অর্ধে গিয়ে নিজেদের হারিয়ে ফেলছিলো মতিন,রাকিব,সাদরা।

তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে যেখানে কোচ এবং অধিনায়কের লক্ষ্য ছিলো সাফ চ্যাম্পিয়নশিপ এর প্রস্তুতি সেখানে আজকের ম্যাচে জেমি ডে অভিষেক করিয়েছেন কানাডা প্রবাসী বাংলাদেশী ফুটবলার রাহবার ওয়াহেদ খানকে। এছাড়াও দ্বিতীয়ার্ধে সুমন রেজা, বিপলু, ইব্রাহিম এবং সুফিলকে সাবস্টিটিউট হিসেবে মাঠে নামিয়েছে জেমি ডে।

Previous articleত্রিদেশীয় কাপে আজ ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ
Next articleনিজ দলের খেলায় অসন্তুষ্ট নন জেমি!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here