চার্টাড ফ্লাইটযোগে নেপালের উদ্দেশ্যে যাত্রা করেছে বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দল। ‘ফিফা টায়ার-১’ আন্তর্জাতিক ফুটবল ম্যাচে এর অংশ নিতে আজ সকাল ৯.৩০ মিনিটে নেপাল গমনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে ৩১ সদস্যের বাংলাদেশ নারী ফুটবল দল।
আগামী ৮ ও ১২ সেপ্টেম্বর স্বাগতিক নেপালের বিপক্ষে দুইটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে সাবিনা-মারিয়া’রা। এই ম্যাচগুলো দিয়েই অনেক সময় পর আন্তর্জাতিক অঙ্গনে ফিরবে দেশের নারী ফুটবল। এই দুটি প্রীতি ম্যাচকেই নারী এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে দেখছেন বাংলাদেশ।
দুটি প্রীতি ম্যাচ শেষে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া এএফসি নারী এশিয়ান কাপের গ্রুপ ‘জি’-এর বাছাইপর্বে অংশ নিবে বাংলাদেশ। বাছাইপর্বে অংশ নেওয়ার জন্যে নেপাল থেকে তুরস্ক হয়ে উজবেকিস্তানে যাবে বাংলার বাঘিনীরা। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী জর্ডান ও ইরান।