এবারের সাফে বাংলাদেশ দলের প্রাথমিক লক্ষ্য ফাইনাল খেলা বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। আজ বাফুফে ভবনে সাংবাদিকদের সাথে আলোচনা কালে জাতীয় দল সম্পর্কিত আরো বেশ কিছু বিষয়ে কথা বলেন তিনি।

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২১ সেপ্টেম্বর জাতীয় দলের ক্যাম্প শুরু করতে চান তিনি, ‘২০ তারিখে আমাদের লিগ শেষ হবে। এর পরদিন থেকেই আমরা ক্যাম্প শুরু করতে পারবো বলে আশা করছি।’

জাতীয় দলের প্রস্তুতি সম্পর্কে কাজী নাবিল আহমেদ বলেন, ‘এ বছর জাতীয় দল বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেয়েছে। এছাড়াও এই দলটা দীর্ঘ দিন ধরে একসাথে খেলছে। তাই আমাদের আশা আমরা এবারের সাফের ফাইনাল খেলতে পারবো।’

এছাড়াও এলিটা কিংসলের ছাড়পত্র খুব দ্রুতই পাওয়ার ব্যাপারে বাফুফে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ায় দুইদিন আগে মালদ্বীপ যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। এর আগে দেশেই ক্যাম্প চালিয়ে যাবে জাতীয় ফুটবল দল।

Previous articleConquestador Casino
Next articleউজবেকিস্তান পৌঁছালো নারী ফুটবলাররা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here