পরিবর্তন এসেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্বে। দুইমাসের জন্যে জাতীয় দলের কোচ থেকে অব্যহতি দেওয়া হয়েছে জেমি ডে’কে। দায়িত্বে পেয়েছেন বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন। আজ রবিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় জেমির অব্যহিত ও অস্কার ব্রুজনের দায়িত্ব গ্রহণের ব্যাপারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম সোহাগ এবং বাফুফে সদস্য ও বাংলাদেশ জাতীয় দলে ম্যানেজার সত্যজিৎ দাস রপু।

বাংলাদেশ প্রিমিয়ার লীগের শেষ হতে এখনো একটি ম্যাচ বাকি। শেষ ম্যাচে ঢাকা আবাহনীর বিপক্ষে লড়বে ব্রুজনের বসুন্ধরা কিংস। এই ম্যাচ শেষেই জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করবেন তিনি। এই প্রসঙ্গে দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু বলেন, ‘আমাদের প্রফেশনাল লীগে এখনো একটি খেলা বাকি। তাই অস্কার ব্রুজন এখনো লীগেই তার মনোনিবেশ করতে চান। লীগের খেলা শেষ হলেই তিনি জাতীয় দলের দায়িত্ব নিবেন।’


এছাড়া তিনি আরো বলেন, ‘তিনি যেহেতু জাতীয় দলের দায়িত্ব নিবেন সেহেতু আমাদের তাকে একটা তালিকা তৈরি করে দিতে হবে। আগামী ম্যাচের পর আমরা তাকে নিয়েই তালিকা প্রকাশ করবো।’

গত কিছুদিন আগেই সাফের জন্যে ৩৫ জনের প্রাথমিক দল সাফে পাঠিয়েছিলো ফেডারেশন। অস্কার ব্রুজন কি উক্ত দলের ব্যাপারে সম্মতি জানিয়েছেন নাকি নতুন কোনো পরিবর্তন এনেছেন এই প্রশ্নের উত্তরে সত্যজিৎ দাস রুপু বলেন, ‘স্বাভাবিকভাবে তারও কিছু চয়েজ থাকতে পারে৷ তিনি যখন টিম দিবেন সেটিই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। আগের দল নিয়ে আমরা এখন আর ভাবছি না। আমরা তার টিমের অপেক্ষায় আছি। আমরা সেই টিমকে নিয়ে আমাদের বাকি কাজগুলো করবো।

অস্কারকে কি অনুষ্ঠানিকভাবে দলের দায়িত্ব দেওয়া হয়েছে কিনা এই প্রশ্নের জবাবে বাফুফের সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম সোহাগ বলেন, ‘সেটি এখনো পর্যন্ত হয় নি। যদি কাগজে-কলমে কিছু করার প্রয়োজন হয় তাহলে তা আমরা করে নিবো। এটি কোনো বাঁধার সৃষ্টি করবে না। ’

অস্কার ব্রুজনের নিজস্ব টার্মস এবং কন্ডিশনের বিষয়ে বাফুফে সাধারণ সম্পাদক বলেন, ‘যেভাবে কোচের নাম প্রকাশ করা দরকার সেভাবে আমরা যথাযথ নিয়ম মেনেই প্রকাশ করেছি। সে একজন প্রফেশনাল কোচ। সে গত দুই বছর ধরে বসুন্ধরা কিংসকে নিয়ে কাজ করছে এবং বসুন্ধরাকে সাফল্যও এনে দিয়েছে। একজন কোচের দৃষ্টিকোণ থেকে তারও কিছু চাওয়া থাকবে। আমরা তার সাথে আমাদের খেলোয়াড়দের তালিকা,টিম অফিশিয়াল,টিম স্টাফ ইত্যাদি বিষয়গুলোতে তার নিজেরও দুই-একটা চাওয়া রয়েছে। এখানে টার্মস এবং কন্ডিশন বলতে তেমন কিছু নেই।’

এছাড়া বাংলাদেশ দলে যোগ দেওয়া নতুন প্রবাসী ফুটবলার জুলকারনাইন এবং বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ান খেলোয়াড় এলিটা কিংসলে পাসপোর্ট ও অন্যান্য সকল কার্যক্রম সঠিকভাবে চলছে বলেই জানেন মোঃ আবু নাইম সোহাগ।

Previous articleপরাজয়ে শুরু নারী দলের এএফসি কাপ বাছাই মিশন
Next articleকিংসের শিরোপা উৎসবে সমাপ্ত হলো ফুটবল মৌসুম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here