আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২০-২১ এর শেষ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনীর মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হলো এবারের ফুটবল মৌসুম। পুরো ফুটবল মৌসুম জুড়েই আলোচনায় ছিলেন বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান উইঙ্গার রবসন রবিনহো। হয়েছেন লিগের সর্বোচ্চ গোলদাতাও।
মৌসুম শেষে কিংসের সমর্থকদের মনে প্রশ্ন, ‘কিংসে থাকবেন তো রবসন?’ কিংস সমর্থকদের জন্য স্বস্তির খবর বাংলাদেশের এই ক্লাবেই থাকতে আশাবাদী এই খেলোয়াড়। আজকের ম্যাচ শেষে অফসাইডকে রবসন বলেন, ‘আমি এখানে খুব খুশি! বসুন্ধরা কিংস বাংলাদেশের একটি সেরা ও ভালো ক্লাব। হয়তো আমি সামনের মৌসুমের জন্য ফিরতে পারি। আশা করছি আমি থাকবো।’
মৌসুম শেষ হলেও মাঝে অনেকটা সময় বন্ধ ছিলো মাঠের খেলা। অনুশীলন করেই সময় কাটাতে হয়েছে ফুটবলারদের। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে সমাধান চেয়েছেন রবসন। তিনি বলেন, ‘লিগকে পূর্নাঙ্গ ভাবে সাজাতে হবে। অনেকটা সময় খেলা হয়না, আমরা শুধু প্র্যাকটিসই করতে থাকি। এটি একজন খেলোয়াড়ের জন্য ভালো নয়। আমি এখানে প্রায় তেরো মাস, এটা অনেকটা সময়।’
কিংসের ফরোয়ার্ড রাউল বেসেরা আর থাকছেন না তা নিশ্চিত। রবসনের সাথে খালিদ শাফি থাকছেন তা ধরে নেয়া যায়। পাশাপাশি জনাথনকেও ধরে রাখতে পারে কিংস। তাই একটির বিদেশীর পরিবর্তন সম্ভাব্য হিসেবে ধরা যায়।