দরজায় কড়া নাড়ছে সাফ চ্যাম্পিয়নশিপ। আগামী পহেলা অক্টোবর থেকে মালদ্বীপে শুরু হবে এবারের সাফ। বাকি দলগুলো যেখানে প্রস্তুতিতে ব্যস্ত সেখানে সম্পূর্ন উল্টো চিত্র বাংলাদেশের। কোচ পরিবর্তন ইস্যু নিয়ে আলোচনা-সমালোচনায় সরগরম দেশের ফুটবলপাড়া। টুর্নামেন্ট শুরুর ৯ দিন বাকি থাকলেও এখনো দল ঘোষণা করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বর্তমান হেড কোচ জেমি ডে’কে ২ মাসের জন্য অব্যাহতি দিয়ে বসুন্ধরা কিংসের হেড কোচ অস্কার ব্রুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
আজ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বাসভবনে জাতীয় দলের নতুন হেড কোচ অস্কার ব্রুজনের সাথে জাতীয় দল ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ এবং জাতীয় দলে ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। আলোচনা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে কাজী নাবিল জানান, “আপাতত সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন অস্কার ব্রুজন।“সাফ যেহেতু সামনে তাই আপাতত অস্কারের সাথে সাফ নিয়েই কথা হয়েছে। তার সাথে লং টার্মে কিছু করার পরিকল্পনা এখনও নাই। যতোটুকু আগে বলেছিলাম ততোটুকুই থাকবে। এখন শুধু সাফ… বাকি টুর্নামেন্টগুলোর ব্যাপারে পরে আলোচনা করব।”
অস্কার ব্রুজন দায়িত্ব নেওয়ায় কোচিং প্যানেলেও আসছে পরিবর্তন। “অস্কারের পছন্দতেই কোচিং স্টাফ আসবে। ওর সাথে কথা বলেই বাকিদের ঠিক করা হচ্ছে।”
আগামীকাল (বুধবার) গণমাধ্যমে কথা বলবেন অস্কার ব্রুজন। পাশাপাশি ঘোষণা করা হবে স্কোয়াডও। “বাকি বিষয় গুলো আগামীকালকে জানানো হবে, প্লেয়ারদের তালিকাও কালকে দেওয়া হবে। টার্ম এন্ড কন্ডিশন আগামী কাল জানাবো।”
এছাড়াও বসুন্ধরা কিংসকে ধন্যবাদ জানান কাজী নাবিল আহমেদ। “আমরা বিশেষভাবে বসুন্ধরাকে ধন্যবাদ জানাই তাদের কোচকে আমাদের সাথে কাজ করতে দেয়ার জন্য।”