দ্রুতই এগিয়ে আসছে নতুন ফুটবল মৌসুম। আনুষ্ঠানিক দলবদল শুরু না হলেও বাংলাদেশের ক্লাবগুলো দল গোছানোর কাজ এগিয়ে নিচ্ছে। তবে দেশের ফুটবলের সমর্থকদের আলোচনায় সবসময়ই থাকছে প্রবাসী ফুটবলাররা। তাদের জন্য সুখবরই বটে, আসন্ন মৌসুমে বসুন্ধরা কিংস আরো পাঁচ প্রবাসী ফুটবলারকে ট্রায়ালে আনতে যাচ্ছে।

এর আগে বসুন্ধরা কিংস কয়েকজন প্রবাসীকে ট্রায়ালে এনেছিলো। এর মধ্যে নবাব, মাহাদীরা দলে সুযোগ করে নিয়েছেন। আসন্ন মৌসুমের জন্যও প্রবাসীদের দিকে নজর রেখেছেন বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান। বিষয়টি অফসাইডকে নিশ্চিত করে তিনি বলেন,

আমরা প্রবাসী ফুটবলাদের ট্রায়ালে আনবো। ইউরোপের কিছু দেশে থাকা প্রবাসীদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। আসন্ন মৌসুমের ক্যাম্প শুরু হলে তারা বাংলাদেশে এসে ট্রায়ালে অংশ নিবে। তখন আমাদের কোচিং প্যানেল তাদের পছন্দ করলেই আমরা পরবর্তী প্রক্রিয়ায় আগাবো।’

ইউরোপের দেশ ইংল্যান্ড ও সুইডেন সহ কয়েকটি দেশ থেকে আসবে এই ফুটবলাররা। তবে এটি শুধুমাত্রই ট্রায়াল। তাদের নিজ যোগ্যতা প্রমান করেই দলে জায়গা করে নিতে হবে। কিন্তু বিষয়টি বাংলাদেশ জাতীয় দলের জন্যও সুখবর বয়ে আনবে, কেননা কিংসে জায়গা করে নিতে পারলে বাংলাদেশ জাতীয় দলের পথও সহজ হবে।

Previous articleঅফসাইড সমর্থকদের সেরা রবসন, রাকিব, কিরণ!
Next articleঅস্কারের অধীনে প্রথম অনুশীলন করলো বাংলাদেশ দল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here