আবারো মাঠে গড়াতে চলেছে ফুটবল একাডেমি ভিত্তিক টুর্নামেন্ট ‘বসুন্ধরা কিংস বিএফএসএফ একাডেমি কাপ’। নতুন প্রতিভার অন্বেষনের লক্ষ্যে বসুন্ধরা কিংসের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ফুটবল সাপোর্টারস ফোরামের আয়োজনে আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহে ৩য় বারের মত আয়োজিত হতে এই টুর্নামেন্টটি।
আজ (২৫ সেপ্টেম্বর) মতিঝিলের একটি রেস্টুরেন্টে আয়োজিত প্রতিনিধি সভায় প্রাথমিক নিবন্ধনকারী সকল দলের উপস্থিতিতে লটারী অনুষ্ঠিত হয়। সেখানে ১২টি একাডেমী দল এবারের একাডেমী কাপে খেলার সুযোগ লাভ করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা একাডেমির গুলোর অংশগ্রহনে এটি একটি জাতীয় মানের টুর্নামেন্টে পরিণত হয়েছে।
টুর্নামেন্টের ক গ্রুপে রয়েছে সুনামগঞ্জের ফুটবল একাডেমী দিরাই, খুলনার রহিমনগর ফুটবল একাডেমী, কুড়িগ্রামের ফুলবাড়ি ফুটবল ফাইটার্স একাডেমী। খ গ্রুপে রয়েছে ময়মনসিংহ মোঃ আব্দুল হালিম ফুটবল একাডেমী, ব্রাহ্মণবাড়িয়ার সানরাইজার্স ফুটবল একাডেমী, পিরোজপুরের মোহামেডান ফুটবল একাডেমী।
টুর্নামেন্টের গ গ্রুপে রয়েছে রাঙ্গামাটির সুইহ্লামং ফুটবল একাডেমী, ফেনীর ছাগলনাইয়া ফুটবল একাডেমী, নাটোরের ফুটবল একাডেমী নাটোর। ঘ গ্রুপে রয়েছে নারায়ণগঞ্জ ইপিলিয়ন ফুটবল একাডেমী, গাইবান্ধার এসএফসিএ ফুটবল কোচিং, কিশোরগঞ্জের ভৈরব ফুটবল একাডেমী।