আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের ‘সাফ’ অভিযান শুরু করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামীকাল উদ্বোধনী ম্যাচে মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে জামাল ভুঁইয়ারা। ফিফা রেংকিং অনুযায়ী বাংলাদেশের বর্তমান অবস্থান ১৮৯ এবং শ্রীলঙ্কার ২০৫। তাই এই ম্যাচে অনেকটা ফেভারিট হিসেবেই নামবে বাংলাদেশ।
প্রথম ম্যাচ সামনে রেখে মালদ্বীপে শেষবারের মতো অনুশীলন সেরে নিয়েছে ফুটবলাররা। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হেড কোচ অস্কার ব্রুজন এবং অধিনায়ক জামাল ভুঁইয়া।
শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়েই আসর শুরু করতে চান অধিনায়ক জামাল ভুঁইয়া। ‘আমরা মাঠে আগামীকাল সেরা খেলাটা খেলে জিততে চাই। ‘আমরা সবাই গোলের সুযোগ কাজে লাগানোর চেষ্টা করব। পাশাপাশি ক্লিনশিট বজায় রাখব। এই দু’টির সমন্বয় হলে আশা করি জিততে পারব।’
হেড কোচ অস্কার ব্রুজনও জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চান, ‘আমরা শ্রীলঙ্কার সঙ্গে জিততে চাই। সেই লক্ষ্য নিয়ে মাঠে নামব।’
মালদ্বীপে প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতি দেখে দারুণ উৎফুল্ল জামাল ভুঁইয়া।’দর্শকেরা আমাদের অনুশীলন দেখতে এসেছিল, এটি আমাদের জন্য বাড়তি অনুপ্রেরণা। আমরা তাদের ভালো কিছু ফেরত দেওয়ার চেষ্টা করবো। আমি মনে করি এবং আশা করি শ্রীলঙ্কার বিপক্ষে আমরা খুব ভালো করব। তিন পয়েন্ট পাওয়াটাই মূল লক্ষ্য।’
২০১৩ সালে কাঠমান্ডু সাফে জামালের অভিষেক হয়েছিল। এটি তার চতুর্থ সাফ চ্যাম্পিয়নশিপ। অধিনায়কত্ব করছেন কয়েক বছর ধরে। সাফ নিয়ে তার ব্যক্তিগত লক্ষ্য সম্পর্কে জামাল বলেন, ‘সাফে আমার দু’টি লক্ষ্য। দলকে ফাইনালে তোলা আর প্রথম লক্ষ্য হচ্ছে শ্রীলঙ্কাকে হারানো।’