বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় আতঙ্কের নাম সুনীল ছেত্রী। ভারতীয় দলের অধিনায়ক একা হাতেই যে ম্যাচ বাংলাদেশ থেকে ছিনিয়ে নিয়েছেন এমনও ইতিহাস রয়েছে। তবে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় উপরের থাকা এই ফুটবলার কোন অংশে বাংলাদেশকে ছোট করে দেখছেন না। বরং তিনি প্রস্তুত প্রতিপক্ষকে মোকাবেলা করতে।

বাংলাদেশের বিরুদ্ধে সম্প্রতি ম্যাচ খেলেছে ভারত, তাই সতর্ক থাকা ভারতের অধিনায়ক সাফ চ্যাম্পিয়নশীপে ম্যাচ বাই ম্যাচ এগুতে চান, ‘প্রতিপক্ষ হিসেবে ওরা খুবই শক্তিশালী। গত তিন-চার মাসে বাংলাদেশের বিপক্ষে খেলেছি আমরা। কঠিন লড়াই হয়েছিল। সব দলই উন্নতি করেছে। আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাই।’

সুনীল প্রতিটি ম্যাচেই শতভাগ দিয়ে খেলতে চান। কেননা দেশের জন্য খেলা তার কাছে যুদ্ধে চেয়ে কম নয়, যেখানে পরাজিত হওয়ার কথা ভাবতে পারেন না তিনি, ‘আমার কাছে প্রত্যেকটি ম্যাচই যুদ্ধের মতো। এ কারণেই শেষে মুহূর্ত পর্যন্ত লড়াই করে যেতে হবে। ৯০ নয়, আমাদের ১০০ শতাংশ উজাড় করে দিতে হবে। আসলে কোনও ম্যাচই সহজ নয়।’

ভারত ম্যাচে বাংলাদেশের পরিকল্পনার বড় অংশ জুড়েই থাকবেন সুনীল এতে কোন সন্দেহ নেই। একটি মুহূর্তেই তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তাই সুনীলকে আটকাতে পারলেই ভারতকে আটকানো সম্ভব বলে ধরে নেয়াটা একেবারে অযৌক্তিকও নয়।

Previous articleভারতের বিপক্ষে মাঠে ফেরার অপেক্ষায় সোহেল
Next articleসুনীলকে আটকেই ফলাফল বের করতে চান ব্রুজন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here