সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। ফলে সাফের সবচেয়ে বড় আয়োজন সাফ চ্যাম্পিয়নশীপের উদ্বোধনের জন্য মালদ্বীপ যান তিনি। সেখানে বাংলাদেশ দলের খেলায় খুশি বাফুফে বস। লিগ পর্বের বাকি দুই খেলাও ভালো ফুটবল দেখতে চান জামাল-তপুদের ।

আজ (মঙ্গলবার) দুপুরে মালদ্বীপে একটি হোটেলে বাংলাদেশী সাংবাদিক ও মালদ্বীপস্থ বাংলাদেশের দূতাবাসের রাষ্ট্রদূত এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মধ্যাহ্ন ভোজের পর তিনি বলেন, ‘বাংলাদেশ দল দুটি ম্যাচ ভালোই খেলেছে। আগামী দুটি ম্যাচে ভালো খেলতে হবে। ভারতের সাথে বাংলাদেশ ১০ জন নিয়েও দুর্দান্ত খেলেছে। বাংলাদেশের আরও ভালো খেলার সামর্থ্য আছে। বাংলাদেশ দুই ম্যাচেই জেতার সামর্থ্য রাখে।’

মালদ্বীপ হতে ৫ সেপ্টেম্বর ফেরার কথা থাকলেও স্বাগতিকদের বিরুদ্ধে বাংলাদেশের ম্যাচ দেখেই এখন ফিরবেন কাজী সালাউদ্দিন। কোচ পরিবর্তনও ইতিবাচক হিসেবে প্রমানিত হওয়ায় খুশি তিনি।

আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে সাফের কংগ্রেস। কোথায় অনুষ্ঠিত হবে তা এখন চূড়ান্ত নয়। সেখানে সভাপতিত্ব করবেন তিনি। পাশাপাশি আগামী ডিসেম্বরে সাফের বয়সভিত্তিক টুর্নামেন্টগুলো আয়োজনের আশা ব্যক্ত করেন কাজী সালাউদ্দিন।

Previous articleটিকিটের জন্য প্রবাসীদের হাহাকার!
Next articleশঙ্কা ফাহাদকে নিয়েও!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here