সাফ চ্যাম্পিয়নশিপে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ফাইনালের দৌড়ে এখনো টিকে আছে বাংলাদেশ। তবে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ। নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে জয় এবং মালদ্বীপের পয়েন্ট হারানোর ওপর নির্ভর করছে জামালদের ফাইনাল খেলা। তারপরও ফাইনালে ওঠার ক্ষেত্রে অনেক যদি কিন্তু থেকেই যায়। তবে সব কিছু ছাপিয়ে ফুটবলাররা সম্পূর্ন মনোযোগ দিতে চান নেপালের বিপক্ষে ম্যাচে।

শ্রীলংকার বিপক্ষে পেনাল্টি থেকে তপু বর্মন এবং ভারতের বিপক্ষে ইয়াসিন আরাফাতের সমতায় ফেরানো গোল বাংলাদেশকে অনুপ্রেরণা দিচ্ছে। তবে ফরোয়ার্ডদের গোলের দেখা না পাওয়া বাড়াচ্ছে দুঃশ্চিন্তা। ফরোয়ার্ডরা চাপে থাকলেও নেপালের বিপক্ষে হাফ চান্স থেকেই গোল করতে চায় মতিন, সুমন,সুফিলরা। দুই দিন বিশ্রামের পর নেপাল ম্যাচের জন্য আজ থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। অনুশীলন শেষে ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল বলেন, “ডিফেন্ডাররা গোল করেছে প্রথম দুই ম্যাচে। তাই আমাদের উপর কিছুটা চাপ আছে। আমি মনে করি নেপালের বিপক্ষে হাফ চান্স পেলেও যেন গোল করতে পারি সেই টার্গেট নিতে হবে।”

মালদ্বীপের কাছে না হারলে ফাইনাল খেলা নিয়ে খুব বেশি দুঃশ্চিন্তা করতে হত না বাংলাদেশকে। তবে সে ম্যাচে মালদ্বীপ যেখানে প্রায় ছয় দিনের বিরতিতে মাঠে নেমেছিল সেখানে বাংলাদেশ সাত দিনে খেলেছিল তিন নাম্বার ম্যাচ। এ বিষয়টিও মনে করিয়ে দিলেন সুফিল।“এটা স্বাভাবিক, মন খারাপ থাকবে। যেহেতু একটা সুযোগ ছিল ফাইনাল নিশ্চিত করার। মালদ্বীপ ছয় দিন বিশ্রামের পর আমাদের সাথে খেলছে তাই সুবিধা পেয়েছে। আমরা শারীরিক ভাবে একটু ক্লান্ত ছিলাম তাই হয়তো পেরে উঠতে পারিনি।”

তবে নেপাল ম্যাচের আগে ৫ দিনের বিরতি পাচ্ছে বাংলাদেশ। মালদ্বীপ ম্যাচের পর তাই ২ দিন ফুটবলারদের বিশ্রাম দিয়েছেন কোচ অস্কার ব্রুজন। এই ২ দিনের বিশ্রাম ফুটবলারদের উৎফুল্ল করবে বলে মনে করেন ডিফেন্ডার তারিক কাজী, “এই ২ দিনের বিশ্রাম সবার জন্যই ভালো হবে। সবাই কিছুটা ক্লান্ত ছিলো, এই বিশ্রাম তাদের চাঙ্গা করে তুলবে।”

নেপালের বিপক্ষে ম্যাচে কোনো প্রকার চাপ নিতে চান না তারিক। তারিক বলেন, “আমরা চাপমুক্ত ফুটবল খেলতে চাই। আমাদের সামনে ফাইনাল খেলার ভালো সুযোগ আছে। নেপালকে হারিয়ে আমরা সেই সুযোগটা নিতে চাই। নেপাল কে হারাতে দলের সবাই শতভাগ আত্মবিশ্বাসী।”

আগামী ১৩ অক্টোবর এবারের সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৫ টায় শুরু হবে ম্যাচটি।

Previous articleনেপাল ম্যাচে থাকছেন না ইয়াসিন আরাফাত!
Next articleঅনুশীলন শেষে হেটে হোটেলে ফিরলো বাংলাদেশের ফুটবলাররা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here