এএফসি অ-২৩ এশিয়ান কাপ ২০২২ এর বাছাইপর্বকে সামনে রেখে বাংলাদেশ অনুর্ধ্ব ২৩ দল ধানমন্ডিস্থ আবাহনী লিমিটেডের মাঠে অনুশীলন বজায় রেখেছে। দলের সাথে যোগ দিতে আজ মঙ্গলবার সকাল ৮টা ৩০ মিনিটে বাংলাদেশী বংশোদ্ভূত বৃটিশ নাগরিক ইউসুফ জুলকারনাইন বাংলাদেশে এসে পৌঁছেছেন। ইতিমধ্যে ক্যাম্পে উঠা ইসুফকে ট্রায়ালের মাধ্যমে মূল দলে জায়গা করে নিতে হবে। পাসপোর্ট জটিলতায় তার ক্যাম্পে যোগ দিতে দেরী হয়েছে।

ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর এর দল ইপসউইচ টাউন ফুটবল ক্লাবের অনুর্ধ্ব ১৮ ও অনুর্ধ্ব ২৩ দলে খেলেন এই মিডফিল্ডার। রানিং,পাসিং ও ড্রিবলিংয়ে অনবদ্য এই প্রবাসী বাংলাদেশী ফুটবলার এমনটাই জানা গিয়েছে। দারুণ ফুটবল প্রতিভার কারণে মাত্র ১৫ বছর বয়সেই ইউসুফ জুলকারনাইন হক ইপসউইচ টাউন ফুটবল ক্লাবে অ-১৮ দলে জায়গা করে নেন।

আগামী অক্টোবরে মাঠে গড়াবে এএফসি অ-২৩ এশিয়ান কাপ ২০২২ এর বাছাইপর্ব। ২৫ অক্টোবর থেকে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রতিযোগীতায় বাংলাদেশের অবস্থান গ্রুপ ‘ডি’-তে।  বাংলাদেশ সাথে একই গ্রুপেঅংশগ্রহণকারী অন্য তিন দেশ হলো সৌদি আরব, উজবেকিস্তান এবং স্বাগতিক দেশ কুয়েত অ-২৩ দল।

Previous articleBetwinner Промокод На Февраль 2023 Бонус 130%
Next articleইতিহাস তৈরি করতে চায় জামাল!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here