বাংলাদেশের ফুটবলে যুক্ত হলো একটি হতাশার পালক। নেপালের সাথে বিতর্কিত এক পেনাল্টিতে ড্র করে সাফ চ্যাম্পিয়নশীপ ২০২১ থেকে বিদায় নিলো জামাল ভূঁইয়ারা। পেনাল্টির এই সিদ্ধান্তটিকে একেবারেই ভুল বললেন বাংলাদেশের ভারপ্রাপ্ত কোচ অস্কার ব্রুজন।

পেনাল্টির সিদ্ধান্তটিকে ভুল বলে সতর্ক অস্কার বিষয়টি নিয়ে আর বলতে চাননি। তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ অর্থে ভুল সিদ্ধান্ত। আরো বেশি কিছু বললে আমি এক বছরের জন্য নিষিদ্ধ হব।’ রেফারি তার খেলোয়াড়দের প্রতি অবিচার করেছেন বলে মনে করেন এই স্প্যানিশ কোচ, ‘রেফারি আমার খেলোয়াড়দের প্রতি অবিচার করেছে। তিনি আনফেয়ার ছিলেন।’

জিকোর লাল কার্ডের বিষয়টিও তিনি সম্পূর্ণরূপে মানতে পারছেন না। তার দাবি বল আগে জিকোর পায়ে লাগে এবং অনিচ্ছাকৃতভাবে তার হাতে লাগে, ‘জিকো বক্সের বাইরে প্রথমে পা দিয়ে (বল) স্পর্শ করেছে। এরপর বল তার হাতে লেগেছে, সেটি ইচ্ছেকৃত নয়। লাল কার্ড দেওয়ার মতো ছিল না।’

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ বার বার রেফারির এমন সিদ্ধান্তে সম্মুখীন হচ্ছে। জাতীয় দল ছাড়াও ক্লাবরাও এর ভুক্তভোগী। একে একপ্রকার চক্রান্ত হিসেবেও দেখছেন অস্কার।

Previous articleপেনাল্টিতে স্বপ্নভঙ্গ বাংলাদেশের!
Next articleলাল-সবুজ পতাকার ধারক হতে চান ইউসুফ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here