শেখ রাসেল গোল্ডকাপ অনুর্ধ্ব ১৮ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে ওয়ারী থানা। ফাইনাল ম্যাচে টাইব্রেকারে তেজগাঁ থানাকে পরাজিত করে তারা।
নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ের খেলাও ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটেই লিড নেয় তেজগাঁ। কর্নার থেকে আসা একটি বলে গোল করেন কাসেম। এরপর ম্যাচের ৪৭ মিনিটে সুজনের গোলে সমতায় ফেরে ওয়ারী। ঐ সমতায় খেলার সময় শেষ হলে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে তেজগাঁ থানাকে পরাজিত করে শিরোপা নিজেদের নামে করে নেয় ওয়ারী থানা।
ম্যাচ শেষে দুই দলের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিন। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল ওয়ারীকে চ্যাম্পিয়ন ট্রফির পাশাপাশি ২ লাখ টাকার প্রাইজমানি এবং রানার্স আপ দলকে দেয়া ট্রফিসহ ১ লাখ টাকা অর্থ পুরস্কার।