আজ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল সালাম মুর্শেদি ও বাফুফের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে শেখ রাসেলকে স্মরণ করে বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুল সালাম মুর্শেদি বলেন, ‘আজ শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন। বাংলাদেশের শিশু,কিশোর,তরুণের ভালোবাসার নাম শেখ রাসেল। এই নামটি নির্যাতিত-নিপিড়িত শিশুদের মূলমন্ত্র। জননেত্রী শেখ হাসিনা সবসময়ই বলে থাকেন আজ যদি শেখ রাসেল বেঁচে থাকতো,তাহলে আমরা বড় এক আদর্শিক নেতা পেতাম। আজ আমরা তার অভাব অনুভব করছি।’
তিনি বাংলাদেশ-নেপালের শেষ মুহুর্তের নাটকীয়তার প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন, ‘সবকিছুই আমাদের ছিলো,শুধু ভাগ্য আমাদের সাথে ছিলো না। নাহলে আমাদের ফাইনালে যাওয়াটা ছিলো সময়ের ব্যাপার।’
এছাড়া শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কেটে আজকের এই দিনটি স্মরণ করেন অনুষ্ঠানের অথিতিবৃন্দ। তাছাড়া এই জন্মদিন উপলক্ষে লাল দল ও সবুজ দলের মধ্যে একটি প্রীতি ম্যাচের আয়োজন করে বাফুফে। ম্যাচ শেষে খেলোয়াড়দের পদক প্রদান করেন আব্দুল সালাম মুর্শেদি ও অন্যান্য অথিতিবৃন্দ।