ঘোষণা করা হলো এএফসি অ-২৩ চ্যাম্পিয়নশীপের কোয়ালিফায়ার্স রাউন্ডের জন্যে বাংলাদেশ অ-২৩ দলের স্কোয়াড। এএফসি অ-২৩ চ্যাম্পিয়নশীপের কোয়ালিফায়ার্স রাউন্ডকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত দল। ২৩ জনের দলে জায়গা পেয়েছে বাঙ্গালী প্রবাসী ফুটবলার ইউসুফ জুলকারনাইন হক।

প্রবাসী ফুটবলারের অভিজ্ঞতার পাশাপাশি রয়েছে দুর্দান্ত ফুটবল দক্ষতা। জুলকারনাইন ইংল্যান্ডের তৃতীয় স্তরের লিগ-১ এর দল ইপ্সউইচ টাউনের অ-১৮ ও অ-২৩ দলের হয়ে খেলেছেন। নিজের ফুটবল দক্ষতায় মাত্র ১৫ বছর বয়সেই উক্ত দলের অ-১৮ দলে জায়গা করে নেন জুলকারনাইন। দলের গেইম চ্যাঞ্জার হয়েও ভূমিকা পালন করতে পারেন এই ফুটবলার।

এছাড়াও দলের রয়েছে পাপ্পু হোসেন,মিতুল মারমা, মাহফুজ হাসান প্রীতম, মোহাম্মদ হৃদয়, রিয়াদুল হাসান রাফি,ইয়াসিন আরাফাত,রহমত মিয়া, টুটুল হোসেন বাদশা,মনির আলম,ইসা ফয়সাল,দুখু মিয়া,সবুজ হোসাইন,পাপন সিং,মানিক হোসেন মোল্লা,এনামুল হক,আবু সাইদ,মারাজ হাসান অপি,ফয়সাল আহমেদ ফাহিম,জমির উদ্দিন,মাহবুবুর রহমান সুফিল,সাব্বির আহমেদ এবং রহিম মিয়া।

কিন্তু পাসপোর্ট জটিলতায় দলের সাথে নেই বিশ্বনাথ ঘোষ এবং তারিক কাজী। আবার ইঞ্জুরি থাকায় দলের সাথে উজবেকিস্তান যাওয়ার গ্রিন সিগনাল পায় নি বিপলু আহমেদ।

আগামী ২৩ অক্টোবর রাতে এএফসি অ-২৩ চ্যাম্পিয়নশীপের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়বেন বাংলাদেশ বাংলাদেশ অ-২৩ দল। আগামী ২৮ অক্টোবর কুয়েত অ-২৩ দলের বিপক্ষে ম্যাচ দিয়েই নিজেদের এএফসি অ-২৩ চ্যাম্পিয়নশীপের মিশন শুরু করবে বাংলাদেশ দল।

Previous articleফিফা র‍্যাংকিংয়ে দুইধাপ এগিয়েছে বাংলাদেশ
Next articleএলিট একাডেমী নিয়ে সন্তুষ্ট আব্রাহাম গ্রান্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here