আসন্ন চারজাতি ফুটবল টুর্ণামেন্টে অংশ নিতে বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ সকাল ১০:৪৫ মিনিটে ২৩ সদস্যের ২য় দল নিয়ে শ্রীলঙ্কার উদ্দেশ্য ঢাকা ত্যাগ করে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় বিকাল ৩:৩০ মিনিটে শ্রীলঙ্কায় পৌঁছায় মারিও লেমোসের শিষ্যরা।
বর্তমানে বাংলাদেশ ফুটবল দল কলম্বোর গালাদারি হোটেলে অবস্থান করছে। খেলোয়াড়দের পাশাপাশি টিম স্টাফসহ দলের সকল সদস্য সুস্থ আছেন। এই প্রসঙ্গে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ম্যানেজার সত্যজিৎ দাস রপু বলেন, ‘স্থানীয় সময় বিকাল তিনটায় শ্রীলঙ্কায় এসে পৌঁছেছি। হোটেলে এসে খেলোয়াড়রা নিজ নিজ রুমে অবস্থান করছে।’
তিনি আরো বলেন, ‘বিকাল পাঁচটায় খেলোয়াড়দের কোভিড টেস্ট করা হবে। কোভিড টেস্ট অনুসারে আগামীকাল থেকে অনুশীলন কার্যক্রম শুরু করতে পারবো। আশা করছি যে সবাই ভালো আছে। যারা আগে এসেছে তারাও ভালো আছে এবং সবার একসাথে কোভিড টেস্ট সম্পন্ন করা হবে। আমরা কোভিড টেস্ট হাতে পেলে অনুশীলনে যোগ দিতে পারবো।’