২০১৫ সালে প্রথম বাংলাদেশি নারী ফুটবলার হিসেবে মালদ্বীপে খেলতে গিয়েছিলেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। আবারো মালদ্বীপের ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট খেলতে মালে পৌঁছেছেন তিনি। তবে এবার সাবিনা একা নন, জাপানে জন্ম নেওয়া বাংলাদেশি ফুটবলার মাতসুশিমা সুমাইয়াও হয়েছেন তাঁর সঙ্গী। বসুন্ধরা কিংসের এই দুই ফুটবলার খেলবেন মালদ্বীপের ডিফেন্স ফোর্সের ক্লাব ধিবেহি সিফাইং ক্লাবে।

বাংলাদেশি বাবা ও জাপানী মায়ের সন্তান সুমাইয়া দুই বছর বয়স থেকেই বাংলাদেশে থাকেন। মূলত নারী ফ্রি স্টাইলার হিসেবে তিনি জনপ্রিয়তা লাভ করেন। গত দুই বছর তিনি বাংলাদেশের নারী ফুটবল লিগে ছিলেন বসুন্ধরা কিংসে। গত মৌসুমে দুটি গোলও রয়েছে সুমাইয়ার।

সাবিনা ২০১৬ সালে একই ক্লাবে চার ম্যাচ খেলে ৩১ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন। টুর্নামেন্টে তার ক্লাব রানার্সআপ হওয়ার পেছনেও বড় ভূমিকা ছিল বাংলাদেশ অধিনায়কের। এর আগে ২০১৫ সালেও মালদ্বীপ পুলিশ ক্লাবের জার্সিতে ৫ ম্যাচে ৩৭ গোল করে জিতেছিলেন গোল্ডেট বুট। তখনও লিগে রানার্স আপ হয়েছিল সাবিনার দল।

আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবে উইমেন ফুটসাল ফিয়েস্তা।

Previous articleহারের পেছনে দুর্ভাগ্যকেই দুষলেন সুমন রেজা
Next articleপারফর্ম করতে হবে, নিজেদের সেরাটা দিতে হবে; জামাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here