গত কয়েক মৌসুম ধরে বেশ দৈন্য দশা যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ ৬টি শিরোপার মালিক ঐতিহ্যবাহী ঢাকা আবাহনীর। ‘দৈন্য দশা’ বলতে মূলত বোঝানো হচ্ছে ঢাকা আবাহনীর শিরোপা না পাওয়াকে। ২০১৮ সালের পর থেকে টানা শিরোপা খরা চলছে ধানমন্ডির ক্লাবটির। গত মৌসুমে ফেডারেশন কাপের সেমি ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর লিগ শেষ করেছে তৃতীয় স্থানে থেকে। তাইতো গত কয়েক মৌসুমের ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন মৌসুমে নতুন ভাবে ঘুরে দাঁড়াতে চায় আকাশী নীল জার্সিধারীরা।
গত মৌসুমে সেন্টার ফরোয়ার্ড পজিশনে টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফ্রান্সিসকো তোরেস। তাইতো মধ্যবর্তী দলবদলে তোরেসকে ছেড়ে দিয়ে ঘরের ছেলে সানডে চিজোবাকে আবারো দলে ফেরায় আবাহনী। তবে পুরনো সেনানী সানডেও আস্থার প্রতিদান দিতে ব্যর্থ হয়েছেন। তাইতো নতুন মৌসুমে আকাশী নীলদের নতুন পরিকল্পনায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন।
৩১ বছর বয়সী ডরিয়েলটনের ফুটবল ক্যারিয়ার শুরু হয় ব্রাজিলের বিখ্যাত ক্লাব ফ্লুমিনেসের যুবদল থেকে। এরপর ফ্লুমিনেসের সিনিয়র দলেও খেলার সুযোগ পান ডরিয়েলটন। তবে ফ্লুমিনেন্সের জার্সিতে মাত্র ১ ম্যাচের বেশি মাঠে নামা হয়নি এই ফরোয়ার্ডের। ডরিয়েলটনের ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই কেটেছে চীনে। চীনের দ্বিতীয় স্তরের লিগ চায়না লিগ ওয়ানে মঙ্গোলিয়া যংহিও এবং মেইজহৌ হাক্কা ক্লাবের হয়ে ১৪৪ টি ম্যাচ খেলে ৪৯ টি গোল এবং ২০টি অ্যাসিস্ট করেছেন এই ফরোয়ার্ড। এছাড়াও চাইনিজ সুপার লিগের ক্লাব চাঙচুং ইয়াতাই ও শাওজিং ইউএজিয়ার হয়ে ৫৪ ম্যাচ খেলে ১৬টি গোল এবং ৩টি অ্যাসিস্ট রয়েছে ডরিয়েলটনের।
গতির সাথে দুর্দান্ত ড্রিবলিং ডরিয়েলটনের মূল শক্তির জায়গা। পাশাপাশি গোল করতে এবং করাতে বেশ পারদর্শী এই ব্রাজিলিয়ান। আকাশী নীলদের সুদিন ফেরাতে ডরিয়েলটনের মাঠের পারফরমেন্সের দিকে তাকিয়ে থাকবে দর্শকরা। ডরিয়েলটন কি পারবেন আবাহনীর শিরোপা খরা কাটিয়ে ওঠার ক্ষেত্রে অবদান রাখতে? মাঠের খেলায়ই মিলবে সকল প্রশ্নের উত্তর।