আগামী ২৫ নভেম্বর শেষ হচ্ছে নতুন মৌসুমের জন্য বাংলাদেশের ক্লাবগুলোর দলবদল। গত কয়েক মৌসুম ধরে প্রত্যাশা মাফিক পারফর্ম করতে না পারা ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী পুরো দলবদলের সময়টায় বেশ নিরব ছিলো। তবে দলবদলে অন্তিম মুহূর্তে এসে হটাৎ করেই তৎপরতা দেখাচ্ছে ধানমন্ডির জায়ান্টরা।
নতুন মৌসুমে পুরো আবাহনীকে ঢেলে সাজাতে চায় টিম ম্যানেজমেন্ট। ইতোমধ্য মামুনুল, রায়হান, ওয়ালি ফয়সালদের মতো ত্রিশোর্ধ ফুটবলারদের ছেড়ে দিয়েছে ক্লাবটি। পাশাপাশি বিদেশি কোটায়ও সানডে, বেলফোর্ট ও মাসিহ সাইঘানিকে বিদায় করেছে আবাহনী। ইতোমধ্যেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটনকে দলে ভিড়িয়েছে আকাশী নীলরা। আগে থেকেই আছেন রাফায়েল আগোস্ত। এবার আবাহনীর রক্ষণের দায়িত্ব নিতে আকাশী নীল ডেরায় যুক্ত হলেন ইরানিয়ান ডিফেন্ডার মিলাদ শেখ সোলেইমানি।
এশিয়ান কোটায় ২৯ বছর বয়সী এই ইরানিয়ান ডিফেন্ডারকে দলে নিয়েছে আবাহনী। মিলাদ শেখ সোলেইমানির ফুটবল ক্যারিয়ার শুরু হয় ২০১২ সালে ইরানের ক্লাব নাফট এমআইএস এফসির অনূর্ধ্ব-২১ দল থেকে। এরপর ওই বছরই ক্লাবটির মূল দলে সুযোগ পান এই ডিফেন্ডার। এরপর ইরানেরই ক্লাব ফাজর সেপাসি, মাহসাহর, সেপিদ্রদ এবং সবশেষে পায়কান এফসির হয়ে ইরানের শীর্ষ লিগে খেলছেন সোলেইমানি।
আজাদেগান লিগ যা ইরানের দ্বিতীয় স্তরের লিগ সেখানে মোট ৪৪ টি ম্যাচে মাঠে নেমেছেন সোলাইমানি এবং ইরানের শীর্ষ লিগ গলফ প্রো লিগে মোট ৫৩ টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
সোলেইমানি সহ এখন পর্যন্ত শিরোপা উদ্ধারের মিশনে ঢাকা আবাহনী এবারের মৌসুমে তাদের তৃতীয় বিদেশি ফুটবলার নিশ্চিত করলো। দেখা যাক নতুন মৌসুমে নতুন ভাবে শিরোপা জয়ের মিশনে কতোটা সফল হতে পারে ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী লিমিটেড।