আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে স্বাধীনতা কাপের একাদশ আসর। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এবার বিশেষ আঙ্গিকে ১৫ টি দল নিয়ে আয়োজিত হবে স্বাধীনতা কাপ। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সংস্কার কাজের কারণে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সকল ম্যাচ।
উদ্বোধনী ম্যাচে ২৭ নভেম্বর বিকেল চারটায় শেখ রাসেল ক্রীড়া চক্রের মুখোমুখি হবে উত্তর বারিধারা। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ছয়টায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ বিমান বাহিনী। টুর্নামেন্টের দ্বিতীয় দিন গ্রুপ ‘এ’ এর একমাত্র ম্যাচে সন্ধ্যা ৫.৪৫ টায় নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে মাঠে নামবে ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী লিমিটেড। এরপর দিনই ২৯ নভেম্বর বিকেল চারটায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের মুখোমুখি হবে আরেক ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। একই দিন সন্ধ্যা ছয়টায় বিগ বাজেটের সাইফ স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ বাংলাদেশ সেনাবাহিনী। ৩০ নভেম্বর সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ নৌবাহিনীর বিপক্ষে ম্যাচ দিয়ে স্বাধীনতা কাপ অভিযান শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। এর আগে দিনের প্রথম ম্যাচে বিকেল চারটায় চট্টগ্রাম আবাহনীর প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ এফসি।
আগামী ০৯ ও ১১ ডিসেম্বর টুর্নামেন্টের চার কোয়ার্টার ফাইনাল, ১৩ নভেম্বর দুটি সেমিফাইনাল এবং ১৫ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশেষ স্বাধীনতা কাপ।