শেষ ম্যাচে জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো সাইফ স্পোর্টিং ক্লাব। আজকের দিনের দ্বিতীয় ম্যাচে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে বন্দরনগরীর দল চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে লড়াইয়ে নামে সাইফ স্পোর্টিং ক্লাব। সাইফ তাদের প্রথম ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসির সাথে ১-১ গোলে ড্র করায়,গ্রুপ চ্যাম্পিয়ন হতে আজকের ম্যাচ জয় বাদে কোনো বিকল্পই ছিলো না।
ম্যাচের ৩৫ মিনিটে সাইফকে প্রথম গোলের লিড এনে দেয় মিডফিল্ডার মিরাজ হোসেন অপি। মিনিট চারেক পর সাইফকে দ্বিতীয় গোল উপহার দেন উজবেক মিডফিল্ডার আশুরোর গফুরোভ। ফলে ম্যাচে দুই গোলের লিড পায় জামাল ভূঁইয়ার দল। এই দুই গোলের লিড ধরে রেখে প্রথমার্ধের খেলা শেষ করে।
ম্যাচের ৮৪ মিনিটে চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার আরিফুর রহমান এক গোল শোধ করলেও হার এড়াতে পারেনি বন্দরনগরীর দলটি। এতে করে ২-১ গোলে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনালে পা রাখে সাইফ স্পোর্টিং। অন্যদিকে শেষ ম্যাচ হারে গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে জায়গায় করে নেয় চট্টগ্রাম আবাহনী। আগামী ২রা জানুয়ারি প্রথম সেমি ফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী। অন্যদিকে একই দিনে দ্বিতীয় সেমিফাইনালে স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে মাঠে নামবে সাইফ স্পোর্টিং ক্লাব।