আগামী ২০ ফেব্রুয়ারী থেকে মাঠের গড়াবে ‘বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগ ২০২১-২২’। টুর্ণামেন্টকে সামনে রেখে আজ সোমবার দুপুর ১২:৩০ মিনিটে বাফুফে ভবনে লীগ সম্পর্কিত উপ-কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ও প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী।
এছাড়া উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম সোহাগ, প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটির ডেপুটি চেয়ারম্যান আব্দুর রহিমসহ অন্যান্য সদস্যবৃন্দ। টুর্ণামেন্টে দলগুলোর খেলোয়াড় নিবন্ধনের কার্যক্রম আগামী ১৫ ই জানুয়ারি দুপুর ১২:০০ টা থেকে শুরু হবে। খেলোয়াড় নিবন্ধনের কার্যক্রম চলবে আগামী ১৫ ফেব্রুয়ারী বিকাল ৫:০০ টা পর্যন্ত।
সভায় আসন্ন এই টুর্ণামেন্টে ভেন্যু হিসেবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামকে নির্ধারণ করা হয়েছে। এবার আসরে অংশ নিচ্ছে ১২ টি দল। গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব, আজমপুর ফুটবল ক্লাব ও বাফুফে এলিট ফুটবল একাডেমি লীগের নতুন সংযোজন। এছাড়া অন্য দলগুলো হলো-নোফেল স্পোর্টিং ক্লাব, ফর্টিস ফুটবল ক্লাব লিমিটেড, কাওরান বাজার প্রগতি সংঘ, অগ্রণী ব্যাংক লিমিটেড স্পোর্টস ক্লাব, ঢাকা ওয়ান্ডার্স ক্লাব, ফকিরেরপুল উইংমেন্স ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, উত্তরা ফুটবল ক্লাব এবং ওয়ারী ক্লাব।
এছাড়া সভায় আরো সিদ্ধান্ত নেওয়া হয়, ‘বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লীগ ২০২১-২২’ চলমান ফুটবল মৌসুমে চ্যাম্পিয়নশীপ লীগের অংশগ্রহণকারী ক্লাবের অ-১৮ খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হবে ‘বাফুফে অ-১৮ ফুটবল লীগ ২০২২’।