আমরা স্বভাবতই ইউরোপের ক্লাব ফুটবলকে বেশী অনুসরণ করি। ইউরোপের ক্লাবগুলোর শ্রেষ্ঠত্ব লড়াই হলো উয়েফা চ্যাম্পিয়নস লীগ। শ্রেষ্ঠত্ব-এর লড়াইয়ে উয়েফা চ্যাম্পিয়নস লীগের পরেই অবস্থা উয়েফা ইউরোর। উয়েফা চ্যাম্পিয়নস লীগ বা উয়েফা ইউরোর মতোই আমাদের এশিয়া অঞ্চলের ক্লাব ফুটবলে এইরকমই দুইটি টুর্ণামেন্ট। একটি হলো এএফসি চ্যাম্পিয়নস লীগ এবং অপরটি এএফসি কাপ। সাধারণত এশিয়ার প্রথম সারির ক্লাবগুলো এএফসি চ্যাম্পিয়নস লীগে অংশ নেয়, অন্যদিকে দ্বিতীয় সারির ক্লাবগুলো লড়াই করে এএফসি কাপের শিরোপার জন্যে।
আগামী ১৮ ই মে এএফসি কাপের এবারের আসর। এবারের আসরে মূল পর্বে অংশ নিচ্ছে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের অন্যতম হট ফেভারিট দল বসুন্ধরা কিংস। টুর্ণামেন্টে বসুন্ধরা কিংসের অবস্থান গ্রুপ ‘ডি’-তে। গ্রুপ ‘ডি‘-এর অন্য দুইটি দল হলো ভারতের গকুলাম কেরালা এফসি এবং মালদ্বীপের মাজিয়া স্পোর্টস। এছাড়া প্লে-অফের চ্যাম্পিয়ন দল হবে গ্রুপের চতুর্থ দল।
মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এএফসি কাপের শিরোপা জয়ের মিশন শুরু করছে বসুন্ধরা কিংস। এছাড়া বাংলাদেশের আরেক হট ফেভারিট দল ঢাকা আবাহনীও অংশ নিচ্ছে এবারের এএফসি কাপে। তবে ঢাকা আবাহনীকে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে কোয়ালিফায়ার্স রাউন্ডে চ্যাম্পিয়ন হতে হবে।