বেশ কয়েকমাস ধরে জাতীয় দলের কোচের ‘হট সিটটা’ ফাঁকা থাকার পর অবশেষে গত ৮ জানুয়ারি স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবরেরা বসেছেন সেই সিটে। হেড কোচের পাশাপাশি জাতীয় দলের কোচিং স্টাফও ছিলো ফাঁকা। সাবেক ইংলিশ কোচ জেমি ডে’কে হঠাৎ করে ছুটিতে পাঠানোর পর তার সাথে কাজ করা কোচিং স্টাফরাও আর থাকেননি জাতীয় দলের সাথে। অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করা অস্কার ব্রুজন ও মারিও লেমোস কাজ করেছেন তাদের ক্লাবের কোচিং স্টাফদের নিয়ে। অবশেষে জাতীয় দলের জন্য স্থায়ী কোচ নিয়োগ দেওয়ার পরপরই সহকারী কোচ ও গোলকিপিং কোচ নিয়োগ দিয়েছে বাফুফে।
জাতীয় দলে সহকারী হিসেবে ক্যাবরেরা তার সাথে পাচ্ছেন বাংলাদেশি কোচ মাসুদ কায়সার পারভেজ ও গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্যকে। দুই সহকারীকে আসন্ন প্রিমিয়ার লিগ থেকে প্রতিভাবান ফুটবলার স্কাউটিং করার দায়িত্ব দিয়েছেন এই স্প্যানিয়ার্ড। যাতে জাতীয় দলে জন্য ফুটবলার ডাকা তার জন্য সহজ হয়। রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে প্রথমবারের মত সহকারী কোচ মাসুদ কায়সার ও গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য্যের সঙ্গে দেখা করেছেন হাভিয়ের ক্যাবরেরা। দুই দেশীয় কোচের সম্পর্কে প্রথম আলাপ শেষে সাংবাদিকদের সাথে আলোচনাকালে ক্যাবরেরা বলেন, “তাদের সাথে দেখা করে ভালো লাগল। তারা নিজস্ব জায়গা থেকে অনেক অভিজ্ঞ। তারা দেশের ফুটবলার এবং ক্লাব ফুটবলকে ভালো করেই জানে।”
প্রথম দেখা তাই পরিচয় পর্বটা একটু ঘটা করেই হয়েছে তিন কোচের মধ্যে। প্রথম দেখায় একে অপরকে চিনে নেওয়া এবং নিজেদের কাজ কি হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান ক্যাবরেরা। আপাতত জাতীয় দলের খেলা নেই, তাই আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া প্রিমিয়ার লিগে ফুটবলারদের ঠিকঠাক স্কাউট করাই মূল কাজ বলে জানান এই স্প্যানিশ কোচ। কাব্যরেরা বলেন, “প্রথম দেখায় সবাই নিজেদের পরিচয় তুলে ধরেছি। নিজেদের কিছু ব্যাক্তিগত মতামত দিয়েছি যে কিভাবে একসাথে উন্নতি করব আমরা। আমি তাদেরকে বুঝিয়েছি যে আমরা একসাথে কাজ করব। তাদেরকে কিছু কাজও দিয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য কাজ হল, প্রিমিয়ার লিগে খেলোয়াড়দের ঠিকঠাক স্কাউট করা।”
নিজের কোচিং ক্যারিয়ারের বেশির ভাগ সময় জুড়েই গ্রাস রুট ফুটবল নিয়ে বেশি কাজ করেছেন ক্যাবরেরা। তাইতো তরুণ প্রতিভাবান ফুটবলার বাছাইয়ের ক্ষেত্রে তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। এবার ক্যাবরেরার পাশাপাশি সেসব তরুণ প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করার দায়িত্ব পেয়েছেন দুই স্থানীয় কোচ মাসুদ কায়সার ও বিপ্লব ভট্টাচার্য। সহকারী কোচের পাশাপাশি নতুন আরেকটি দায়িত্ত্ব পেয়ে মাসুদ কায়সার বলেন, “ কোচ স্কাউটিং নিয়ে একটা ধারণা দিয়েছে। মূলত সব খেলোয়াড়দের মাঝ থেকে একটা বিশেষ তথ্য-উপাত্ত চাচ্ছে। সেটা আমরা তাকে জানাব। সেখান থেকে সে একটা ধারণা নিয়ে ম্যাচগুলো দেখবে। যাতে খেলোয়াড়দের ব্যক্তিগত প্রোফাইলটা বুঝতে পারে।” আর গোলকিপিং কোচ বিপ্লব ভট্টাচার্য বলেন, “অতীতে কি হয়েছে তা ভুলে যেতে হবে৷ আমরা পারফরম্যান্স দেখব৷ সামনে কি হবে তা দেখতে হবে। কারণ আমরা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আগাবো। আমরা শুধু আগের ফুটবলারদের নিয়েই ভাববো না, ভবিষ্যতে কারা জাতীয় দলে আসবে তাদের নিয়ে ভাবতে চাই।”
অর্থাৎ জাতীয় দলের জন্য হয়তো ইতোমধ্যেই একটি পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন নতুন কোচ হাভিয়ের ক্যাবরেরা। আর তার সেই পরিকল্পনার দুটি গুরুত্বপূর্ন অংশ হলেন দুই দেশীয় কোচ মাসুদ কায়সার ও বিপ্লব ভট্টাচার্য। স্প্যানিশ কোচের সাথে কাধে কাধ মিলিয়ে জাতীয় দলকে এগিয়ে নিয়ে যাবেন কায়সার-বিপ্লবরা এটাই সকল ফুটবল প্রেমীদের চাওয়া।