বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০২১-২২ মৌসুমের যাত্রাটা শুরু হয়েছে নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের অপ্রত্যাশিত হার দিয়ে। একই সময়ে অনুষ্ঠিত দিনের অপর ম্যাচে অবশ্য প্রত্যাশিত জয়ই পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গত প্রিমিয়ার লিগের রানার্স আপ শেখ জামালের কাছে ২-১ গোলে হেরেছে উত্তর বারিধারা। আর তাইতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমটা শুরু মিশ্র অনুভূতি হয়ে রইলো গত আসরের চ্যাম্পিয়ন ও রানার্স আপদের জন্য। চ্যাম্পিয়নরা শুরুর ম্যাচেই দেখলো হার, রানার্সআপরা হাসলো জয়ের হাসি।
মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু থেকেই উত্তর বারিধারার বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে শেখ জামাল। আক্রমণাত্মক ফুটবলের ফলও খুব দ্রুতই পায় হুয়ান মার্টিনেজ শিষ্যরা। ম্যাচের ১২তম মিনিটে গাম্বিয়ান ফরোয়ার্ড সুলায়মান সিল্লাহর গোলে ১-০ গোলে এগিয়ে যায় শেখ জামাল। বক্সের সামান্য বাইরে থেকে নাইজেরিয়ান ফরোয়ার্ড চিনেদু ম্যাথিউয়ের দূরপাল্লার শট প্রথমবারের চেষ্টায় রুখে দেন বারিধারার গোলরক্ষক সাইফুল ইসলাম খান। ফিরতি শটে বল জালে জড়িয়ে দলকে লিড এনে দেন শেখ জামালের ফরোয়ার্ড সুলায়মান সিল্লাহ। এরপর বিরতির ঠিক আগ মুহূর্তে ২-০ গোলে এগিয়ে যায় শেখ জামাল। প্রথমার্ধের যোগ করা সময়ে অধিনায়ক সলোমন কিংয়ের অ্যাসিস্টে স্কোর শিটে নাম তুলে নাইজেরিয়ান ফরোয়ার্ড চিনেদু ম্যাথিউ। ফলে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় শেখ জামাল।
বিরতি থেকে ফিরে আক্রমনের ধার কিছুটা কমে শেখ জামালের ,পক্ষান্তরে বারিধারাও কিছুটা রক্ষণাত্মক ফুটবল খেলে। ফলে গতি কমে আসে ম্যাচের। ৬৮তম মিনিটে অবশ্য উজবেক মিডফিল্ডার কচনেভের গোলে ব্যাবধান কমায় উত্তর বারিধারা। পেনাল্টি থেকে ডান পায়ের প্লেসিং শটে গোল করেন এই মিডফিল্ডার। শেখ পর্যন্ত আরো বেশ কয়েকটি আক্রমন করেও গোলের দেখা পায়নি শেখ জামাল, অপরদিকে আর কোনো গোল শোধ দিতে পারেনি বারিধারাও। ফলে ২-১ গোলের জয় দিয়েই মৌসুম শুরু করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।