আরামবাগ ক্রীড়া সংঘের পাতানো ম্যাচ ইস্যুর সাথে সাথে আরো এক নতুন ইস্যু সামনে এসেছে । আরামবাগ ক্রীড়া সংঘের বিদেশি ফুটবল প্রশিক্ষক ডগলাস সিলভার সাথে ক্লাবের দেনাপাওনা নিয়ে সমস্যার তৈরি হয়। এই নিয়ে কোচ ফিফার কাছে নালিশও করেছেন। এই বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক বলেন, ‘আরামবাগ ক্রীড়া সংঘের যে প্রশিক্ষক ছিলেন ডগলাস সিলভা। তার দেনাপাওনা ও পারিশ্রমিক না পাওয়া নিয়ে তিনি ফিফার কাছে কমপ্লেন করেন। ফিফার প্লেয়ার স্ট্যাটাস চেম্বারের গত ১৪ ডিসেম্বরের মিটিংয়ের ডিসিশনটি পরবর্তীতে বাফুফে ও আরামবাগকে জানানো হয়। সিদ্ধান্তটি হলো যেদিন থেকে সিদ্ধান্তটি জানানো হলো সে দিন থেকে পরবর্তী ৪৫ দিনের মধ্যে কোচের বকেয়া পরিশ্রমিক পরিশোধের নির্দেশ দেওয়া হয়। যদি পরিশোধে ব্যর্থ হয় তাহলে ইন্টারন্যাশনাল ট্রান্সফার ব্যানের ব্যাপারটি আরামবাগে উপর আরোপ করা হবে।’

এছাড়াও তিনি আরো বলেন, ‘যেহেতু আরামবাগকে বেঁধে দেওয়া ৪৫ দিন অতিক্রম করার পরও বকেয়া পারিশ্রমিক পরিশোধ করতে পারে নি,সেহেতু ইন্টারন্যাশনাল ট্রান্সফার ব্যানের ব্যাপারটা তাদের উপর আরোপা করা হয়েছে। অর্থাৎ তারা কোনো বিদেশী খেলোয়াড় নিজেদের দলে নিতে পারবে না। এর পাশাপাশি ফিফা বাফুফেকে নির্দেশ দিয়েছে তাদের লোকাল প্লেয়ার ট্রান্সফারের ক্ষেত্রে এই ব্যান থাকার বিষয়ে লক্ষ্য রাখতে। অতএব যতদিন না তারা বকেয়া পারিশ্রমিক পরিশোধ করবে ততদিন ইন্টারন্যাশনাল ও লোকাল দুই ধরনের খেলোয়াড় রেজিস্ট্রেশনের ক্ষেত্রে তাদের এই ব্যান বহাল থাকবে।’

অন্যদিকে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের অন্যতম সমস্যার মধ্যে সবার আগে যা চোখে পড়ে তা হলো মাঠ সমস্যা। এবারের মৌসুমের স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপ দুইটি টুর্ণামেন্ট কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে। মোস্তাফা কামাল স্টেডিয়ামে সমস্যা জনিত কারণে ফেডারেশন কাপে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের হট ফেভারিট দল বসুন্ধরা কিংসে পাশাপাশি মুক্তিযোদ্ধা সংসদ ও উত্তর বারিধারা নিজেদের নাম প্রত্যাহার করে।

আজকে এক সাংবাদিক সম্মেলনে এই মাঠ সমস্যা সমাধানের প্রশ্নের জবাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম সোহাগ বলেন, ‘আজকে সকালে আমাদের এই বিষয় নিয়ে কথা হয়েছে। আমাদের সম্মানিত সভাপতির সাথে কথা হয়েছে,প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জনাব আব্দুস সালাম মুর্শেদীর সাথে কথা হয়েছে। এছাড়া বসুন্ধরা কিংসের সম্মানিত প্রেসিডেন্ট, আবাহনী লিমিটেডের সম্মানিত ডিরেক্টর ইনচার্জ এবং বাফুফের সহ-সভাপতি জনাব কাজী নাবিল আহমেদ সকলের সাথে কথা হয়েছে। আগামী শুক্রবার বিকাল চারটায় প্রফেশনাল লীগ কমিটির সভা ডাকা হয়েছে। সেখানে আমাদের সামগ্রিক পরিস্থিতি ও ভেন্যু সম্পর্কে আলাপ-আলোচনা করা হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা ক্লাবগুলোর সাথে আমরা যোগাযোগ করছি এবং আমাদের যে ভেন্যুগুলো রয়েছে সেগুলোর বর্তমান পরিস্থিতি ও এই সম্পর্কে আমরা অধিকতর কি করতে পারি তা নিয়ে প্রফেশনাল লীগ ম্যানেজমেন্ট কমিটির মিনিংয়ে বিস্তারিত আলোচনা হবে।’

আর্মি স্টেডিয়ামের প্রসঙ্গে তিনি বলেন, ‘আর্মি স্টেডিয়াম থেকে বলা হয়েছে যে আর্মি স্টেডিয়াম চূড়ান্তভাবে নেওয়ার ক্ষেত্রে তাদের কিছু তথ্য উপাত্তের প্রয়োজন হয়। গত রবিবার এই তথ্য উপাত্তের বিষয়ে তারা আমাদের সাথে যোগাযোগ করে এবং আমরা গতকাল এইসব তথ্য উপাত্ত তাদের দিয়েছি। সুতরাং দেখা যাক কি হয়।’ তবে বসুন্ধরা কিংসের হোম ভেন্যু বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সসহ অন্যান্য মাঠ নিয়ে বিশেষ কিছু জানান নি বাফুফে সাধারণ সম্পাদক।

 

Previous articleপুলিশের বিপক্ষে আবাহনীর কষ্টার্জিত ‘ড্র’; সহজ জয় শেখ জামালের
Next articleএএফসি কাপে লাল কার্ড দেখে ৩ ম্যাচ নিষিদ্ধ সুশান্ত ত্রিপুরা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here