“জোনাথন দা সিলভেইরা ফার্নান্দেজ লুইস”। সাধারণত যিনি জোনাথন ফার্নান্দেজ নামেই অধিক পরিচিত। আজই ২৮ বছর পা দেওয়া এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার খেলেছেন ব্রাজিলের বিখ্যাত ক্লাব “বোটাফোগো” তে। ২০২০-২১ সালের ফুটবল মৌসুমের শুরুতে কিরগিজ মিডফিল্ডার “বখতিয়ার দোসোবেকব” কে ছেড়ে দিয়ে মিডফিল্ড সামলাতে তাকে দলে অন্তর্ভুক্ত করে কিংস ম্যানেজমেন্ট। গত বছরের ফেডারেশন কাপ দিয়েই বসুন্ধরা কিংসের হয়ে বাংলাদেশ অধ্যায় শুরু করেন মধ্যমাঠের এই কুশলী ফুটবলার। গতি, ড্রিবলিং, নির্ভুল পাসিং, দুর্দান্ত সব থ্রু বল বাড়ানো এবং নিখুঁত সেট পিস তার শক্তির মূল জায়গা। তার সেট পিস গুলো সবসময়ই প্রতিপক্ষ রক্ষণকে করে রাখতো আতঙ্কিত। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে এএফসি কাপেও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন এই মিডফিল্ডার। তবে ইনজুরিতে ফার্নান্দেজের বাংলাদেশ অধ্যায়টাই এখন শেষ হওয়ার পথে। শেষ হওয়ার পথে না বলে অনেকটা শেষ হয়ে গিয়েছেই বলা চলে।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফে স্বাধীনতা কাপে বাংলাদেশ পুলিশ এফসির বিপক্ষে ম্যাচে হাঁটুতে চোট পান ফার্নান্দেজ। শুরুতে অপারেশন ছাড়া ঠিক হয়ে যাওয়ার আশা করলেও এখন অপারেশন করাতেই হচ্ছে এই মিডফিল্ডারকে। আর এই অপারেশনের জন্য মঙ্গলবার নিজ দেশে ফেরত যাচ্ছেন ফার্নান্দেজ। ফলে এই মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না ফার্নান্দেজের। এছাড়া ইনজুরি কাটিয়ে ভবিষ্যতে বাংলাদেশে ফেরা নিয়েও শঙ্কায় ফার্নান্দেজ।
মাঝমাঠে জোনাথন ফার্নান্দেজের অভাব বেশ ভালো ভাবেই টের পাচ্ছে বসুন্ধরা কিংস। এখন চলছে লিগ, সামনে রয়েছে এএফসি কাপ; তাইতো মধ্যবর্তী দলবদলে জোনাথনের বিকল্প নেওয়ার পরিকল্পনা করছে বসুন্ধরা কিংস ম্যানেজমেন্ট। কিংস সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন জোনাথন ফার্নান্দেজের বিকল্প হিসেবে ল্যাতিন আমেরিকা থেকেই আরেকজন ফুটবলার দলে নেওয়ার চেষ্টা করছেন তারা। দেখা যাক বসুন্ধরা কিংসের হয়ে ৩০ ম্যাচে ১০ গোল এবং ১৬ অ্যাসিস্ট করা জোনাথন ফার্নান্দেজের জায়গায় কাকে দলে ভেড়ায় বসুন্ধরা কিংস।