আগামী ২১ শে মার্চ থেকে ২৯ শে মার্চ পর্যন্ত বাংলাদেশের ফিফা উইন্ডো আছে। নিয়ম অনুযায়ী ২টি ‘ফিফা টায়ার-১’ আন্তর্জাতিক ম্যাচে অংশ নিবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই লক্ষ্যে বাংলাদেশে ফুটবল ফেডারেশন (বাফুফে) ইতিমধ্যেই ৭ টি দেশের সাথে যোগাযোগ করেছে। দেশগুলো হলো লাওস, কম্বোডিয়া, মঙ্গোলিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, নেপাল এবং মালদ্বীপ।
তারমধ্যে থেকে আলোচনার পরিপ্রেক্ষিতে মালদ্বীপ ও মঙ্গোলিয়ার সাথে খেলা চূড়ান্ত হয়েছে। মালদ্বীপ বিপক্ষে আগামী ২৪ শে মার্চ মালদ্বীপে মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মালদ্বীপ পর্ব চুকিয়ে আগামী ২৫ শে মার্চ দেশে ফেরার কথা রয়েছে জামাল ভূঁইয়াদের।
এরপর মঙ্গোলিয়া ফুটবল দল বাংলাদেশে আসবে। আগামী ২৯ শে মার্চ সিলেটে মঙ্গোলিয়া জাতীয় দলের বিপক্ষে লড়বে বাংলাদেশ ফুটবল দল। উক্ত সংশ্লিষ্ট বিষয়ে ফিফা থেকে অনুমোদন গ্রহণের জন্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, মঙ্গোলিয়া এবং মালদ্বীপ দাপ্তরিকভাবে কাজ করে যাচ্ছে।