আগামী ১৮ ই মে থেকে শুরু হবে এএফসি কাপের এবারের আসরের দক্ষিণ এশিয়া পর্ব। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) দক্ষিণ এশিয়া অঞ্চলের ভেন্যু হিসেবেব ভারতের কলকাতাকে নির্বাচন করেছে। এবারের আসরে মূল পর্বে অংশ নিবে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের অন্যতম হট ফেভারিট দল বসুন্ধরা কিংস।
টুর্ণামেন্টে বসুন্ধরা কিংসের অবস্থান গ্রুপ ‘ডি‘-তে। গ্রুপ ‘ডি’-এর অন্য দুইটি দল ভারতের গকুলাম কেরালা এফসি এবং মালদ্বীপের মাজিয়া স্পোর্টস। এছাড়া প্লে-অফের চ্যাম্পিয়ন দল হবে গ্রুপের চতুর্থ দল।
মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের এএফসি কাপের শিরোপা জয়ের মিশন শুরু করবে বসুন্ধরা কিংস। এছাড়া বাংলাদেশের আরেক হট ফেভারিট দল ঢাকা আবাহনীও অংশ নিবে এবারের এএফসি কাপে। তবে ঢাকা আবাহনীকে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে কোয়ালিফায়ার্স রাউন্ডে চ্যাম্পিয়ন হতে হবে। কোয়ালিফায়ার্স রাউন্ডে তাদের প্রতিপক্ষ ভারতের এটিকে মোহোনবাগান ।আগামী ৫ ই এপ্রিল থেকে শুরু হবে কোয়ালিফায়ার্স রাউন্ড।