একে একে নিজের চারজন বিদেশীকে ছেড়ে দিলো বসুন্ধরা কিংস। চুক্তিতে দুইপক্ষের মতের মিল না হওয়ায় গত পরশুই বিদায় নেন কোস্টারিকার হয়ে ২০১৮ সালের বিশ্বকাপ খেলা ড্যানিয়েল কলিন্ড্রেস। বিষয়টি কিংস সমর্থকদের কাছে কিছুটা হতাশার হলেও তারা আলো দেখছেন কিংস সভাপতির কথায়। কলিন্ড্রেসের মতোই ভালো প্লেয়ার আনার ইঙ্গিত দিয়েছেন কিংস সভাপতি ইমরুল হাসান।
এরমধ্যেই গতকাল দল থেকে বিদায় ঘন্টা বেজে যায় কিরগিস্তানের বখতিয়ার দুশভেকভ, তাজিকিস্তানের আখতাম নাজারভ ও আর্জেন্টিনার নিকোলাস ডেলমন্তের। এই মৌসুমে তাদের পারফর্ম্যান্সে সন্তুষ্ট নয় কিংস ম্যানেজমেন্ট। তাই তাদের পরিবর্তে নতুন ও ভালো খেলোয়াড় আনবে বসুন্ধরা কিংস। ইতিমধ্যে তারা কিছু খেলোয়াড় দেখেও নিয়েছে।
কিংসের ডেরা থেকে বিদায়ে তাজিক অধিনায়ক আখতাম নাজারভের ঠিকানা হতে পারে ইন্ডিয়ান সুপার লীগ। তার এজেন্টের সাথে অফসাইডের আলাপচারিতায় তিনি জানান, ‘আইএসএল ও বেলারুশ লীগের দল থেকে অফার রয়েছে আখতামের। আইএসএলের দলের সাথে কথা এগিয়েছে।’
এতগুলো বিদেশী একসাথে ছেড়ে দেয়ার পেছনে অফসাইডকে বসুন্ধরা কিংসের মিডিয়া ম্যানেজার আহমদ শায়েক জানান, ‘হয়তো সামনের একশ বছরেও এএফসি এর ফরম্যাট এমন পাওয়া যাবে না৷ আমাদের লক্ষ্য থাকবে এবারের এএফসি কাপ জেতার তাই দলটিকে সেভাবেই ঢেলে সাজাতে হবে। এবারের স্বপ্নটা অনেক বড় তাই চেষ্টাটাও বড় থাকবে আমাদের।’